ডুবতে চলেছে Vodafone-Idea? ৭ হাজার কোটি টাকা ঋণ চাইছে সংস্থা! কী হবে গ্রাহকদের!

বাংলা হান্ট ডেস্ক: এবার ফের একবার ঋণ সংগ্রহের জন্য প্রবল চেষ্টা চালাচ্ছে Vodafone-Idea। শুধু তাই নয়, ঋণের আশায় ইতিমধ্যেই তারা বেশ কয়েকটি ঋণদাতার সঙ্গে যোগাযোগ করেছে বলেও জানা গিয়েছে। মূলত, গত ৬ জানুয়ারি ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এহেন উল্লেখ করা  হয়েছে।

কেন প্রয়োজন অর্থের: ওই প্রতিবেদন অনুসারে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ঘটনাটির পরিপ্রেক্ষিতে ওয়াকিবহাল তিনটি সূত্রের উল্লেখ করা হয়েছে। তাঁদের মতে, এই ঋণের টাকার অধিকাংশটাই ইন্ডাস টাওয়ারের বকেয়া মেটাতে ব্যবহার করা হবে বলে জানা গিয়েছে।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ইতিমধ্যেই Vi-এর ঋণ এবং তহবিল সংগ্রহের বিষয়ে বাজারে একাধিক আলোচনা রয়েছে। এমতাবস্থায়, সংশ্লিষ্ট সংস্থাকে ঋণ প্রদানের আগে ব্যাঙ্কগুলি Vodafone-Idea-তে সরকারের সম্ভাব্য শেয়ারহোল্ডিংয়ের পাশাপাশি তাদের ব্যবসা আগামী দিনে কিভাবে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা রয়েছে সেই প্রসঙ্গে বিস্তারিত তথ্য জানতে চেয়েছে।

bloombergquint 2020 10 ad65118e 2695 474c 8023 53fe881859ec Exterior of Vodafone Idea store Photographer Vijay Sartape BloombergQuint 061020 1

উল্লেখ্য যে, ইকোনমিক টাইমসকে এক উচ্চপদস্থ ব্যাঙ্ক আধিকারিক জানিয়েছেন, Vodafone-Idea তাঁদের কাছে একটি ঋণের প্রসঙ্গে যোগাযোগ করেছিল। যদিও, এখনও পর্যন্ত তা মঞ্জুর করা হয়নি। পাশাপাশি, অপর ক্ষেত্রের এক আধিকারিক জানিয়েছেন যে, সংশ্লিষ্ট সংস্থাটি তাদের কাছে ১৫ হাজার কোটি টাকার ব্যাঙ্ক গ্যারান্টি ধরে নতুন ঋণ ইস্যু করার ক্ষেত্রে আবেদন জানায়। যদিও, এই দাবির কোনো সত্যতা যাচাই করা হয়নি বাংলা হান্টের তরফে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর