এবার নিয়োগ বিতর্কে জগদীপ ধনখড়! ব্যক্তিগত সহকারীদের ঠাঁই রাজ্যসভার ৮ কমিটিতে

বাংলা হান্ট ডেস্ক : প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য। রাজ্যসভার (Rajya Sabha) একাধিক কমিটিতে রয়েছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankar) ব্যক্তিগত সহকারীরা! প্রকাশ পাওয়া একটি তালিকায় দেখা যাচ্ছে, নানা কমিটিতে নিজের সহকারীদের মধ্যে থেকে অন্তত আটজনকে জায়গা করে দিয়েছেন ধনকড়। রাজ্যসভার ইতিহাসে এই ঘটনা আগে কখনও ঘটেনি। জানা যাচ্ছে, এই ঘটনার খবর শুনেও উপরাষ্ট্রপতিকে আক্রমণ করতে শুরু করেছেন বিরোধীরা।

বুধবার প্রকাশিত একটি নির্দেশিকা। সেখানে দেখা যায়, এই মুহুর্তে রাজ্যসভায় ১২টি কমিটি রয়েছে। এছাড়াও নানা বিষয়ে ৮টি স্ট্যান্ডিং কমিটি গঠন করা হয়। সেই পদেই ঘুরিয়ে ফিরিয়ে আটজন ব্যক্তিগত সহকারীকে সদস্য হিসাবে নিযুক্ত করেছেন ধনকড়। নিয়ম অনুযায়ী রাজ্যসভার কমিটির সদস্য নিয়োগের জন্য প্রথমে একটি পুল তৈরি হয়। সেখান থেকেই সদস্যদের বেছে নেন রাজ্যসভার চেয়ারম্যান। রাজ্যসভার যেকোনও কমিটির গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিতে পারবেন এই নতুন নিযুক্ত সদস্যরা।

বুধবারের নির্দেশিকায় বলা হয়েছে, এই আট সদস্য মূলত কমিটির কার্যকলাপে সাহায্য করবেন। এই কমিটির কাজ সাধারণত গোপনীয়ভাবেই হয়ে থাকে। কিন্তু উপরাষ্ট্রপতির এহেন কাজে যথেষ্ট বিরক্ত বিরোধী দলগুলি।

IMG 20210511 211748 1

কংগ্রেসের নেতাদের মতে, ভারতের ইতিহাসে এহেন ঘটনা কখনও ঘটেনি। ধনকড়ের এহেন আচরণ থেকেই পরিষ্কার বোঝা যায়, গণতান্ত্রিক নীতির উপরে ভরসা রাখতে পারছেন না তিনি। কমিটির কাজে নজরদারি চালাতেই নিজের পছন্দের সদস্যদের বসিয়েছেন উপরাষ্ট্রপতি।

সাংসদদের নিয়ে গঠিত এই কমিটিগুলিতে সহায়তাকারী সদস্য হিসাবে রাখা হয় জুনিয়র অফিসারদের। কমিটির কার্যবিবরণী নথিভুক্ত করা এবং সমন্বয় রক্ষাই তাঁদের মূল দায়িত্ব। কমিটির আলোচ্য বিষয়ে গোপনীয়তা রক্ষাও তাঁদের কর্তব্যের মধ্যে পড়ে। সংসদের সচিবালয়ের মাধ্যমে তাঁরা নিযুক্ত হলেও লোকসভার স্পিকার এবং রাজ্যসভার অধ্যক্ষেরও এ ক্ষেত্রে ‘ভূমিকা’ থাকে।

Sudipto

সম্পর্কিত খবর