দীর্ঘদিনের প্রেম, ক‍্যাটরিনা নয়, ভিকির সঙ্গে বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল এই অভিনেত্রীর

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বিয়ে করতে চলেছেন ভিকি কৌশল (vicky kaushal) ও ক‍্যাটরিনা কাইফ (katrina kaif)। আপাতত এই গুজবেই সরগরম নেটপাড়া। ডিসেম্বরের প্রথম সপ্তাহেই বিয়ে। তাই প্রস্তুতি তুঙ্গে। তবে এটা জানেন কি, ক‍্যাটরিনা নয় ভিকির সঙ্গে বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল অন‍্য একজন অভিনেত্রীর।

তিনি হারলিন শেট্টি (harleen sethi)। ক‍্যাটরিনার আগে হারলিনের সঙ্গেই প্রেম করতেন ভিকি।  ‘ব্রোকেন বাট বিউটিফুল’ ওয়েব সিরিজের হাত ধরে ছনপ্রিয়তায় উঠেছিলেন হারলিন। বেশ কিছুদিন সম্পর্কে ছিলেন তিনি ও ভিকি। কিন্তু ‘উরি: দ‍্য সার্জিক‍্যাল স্ট্রাইক’ ছবির পরেই তাঁদের সম্পর্কে ভাঙন দেখা দেয়। শেষমেষ আলাদাই হয়ে যান দুজনে।


অনেকে বলেন, ক‍্যাটরিনার প্রতি দুর্বলতাই হারলিনের থেকে দূরে করে দিয়েছিল ভিকিকে। দুজনের মাঝে নাকি তৃতীয় ব‍্যক্তি হিসেবে চলে এসেছিলেন ক‍্যাট। আবার অনেকের দাবি, উরি ছবির সাফল‍্য মাথা ঘুরিয়ে দিয়েছিল ভিকির। সাফল‍্যের আলোয় অন্ধ হয়ে হারলিনের থেকে দূরে সরে যান তিনি। কিন্তু উল্লেখযোগ‍্য বিষয়, উরি ছবির প্রিমিয়ারেও কিন্তু হারলিনই সঙ্গে ছিলেন ভিকির।

তবে এই সম্পর্কের কথা কখনোই স্বীকার করেননি ভিকি। তিনি এখন ব‍্যস্ত বিয়ের তোড়জোড়ে। রাজস্থানের সাওয়াই মাধোপুরের বিলাসবহুল রিসর্ট সিক্স সেন্সেস ফোর্ট, বারওয়ারাতেই বিয়ের আসর বসবে ভিকি ক‍্যাটরিনার। এই রিসর্ট থেকে মাত্র আধঘন্টার দূরত্বেই নাকি রণথম্বোর ন‍্যাশনাল পার্ক।


৭ থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত চলবে বিয়ের অনুষ্ঠান। আপাতত নাকি চলছে সেই অনুষ্ঠানেরই তোড়জোড়। বিয়েতে জনপ্রিয় বাঙালি ফ‍্যাশন ডিজাইনার সব‍্যসাচী মুখার্জির লেহেঙ্গাতেই সাজবেন ক‍্যাট। আপাতত পোশাকের খুঁটিনাটি বাছাই পর্ব চলছে। অভিনেত্রীর নাকি একটি সিল্কের কাপড় পছন্দ হয়েছে লেহেঙ্গার জন‍্য। বিয়ের আগে বেশ কিছুদিনের জন‍্য নাকি কাজ থেকে বিরতি নেবেন ক‍্যাটরিনা।

শোনা যায়, রীতিমতো ফিল্মি স্টাইলে নাকি ক‍্যাট সুন্দরীকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন অভিনেতা। প্রেমিকার জন‍্য তাঁর পছন্দসই ডার্ক চকোলেট ব্রাউনি অর্ডার দিয়ে আনিয়েছিলেন ভিকি। সেই বাক্সের মধ‍্যেই লুকিয়ে রেখেছিলেন একটি আংটি। ক‍্যাটরিনার বাড়ি গিয়ে সাধারন ভাবেই কেকের বাক্সটি তাঁকে উপহার দেন ভিকি।
ভেতরে থাকা সারপ্রাইজের জন‍্য প্রস্তুত ছিলেন না ক‍্যাট। বাক্সের ঢাকনা খুলতেই ভেতরে ব্রাউনির সঙ্গে বেরোয় একটি আংটি এবং একটি চিরকুট যাতে লেখা, ‘আমাকে বিয়ে করবে?’ সঙ্গে সঙ্গে হ‍্যাঁ বলে দিয়েছিলেন আপ্লুত ক‍্যাটরিনা।

সম্পর্কিত খবর

X