ভারতীয় চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র, পদ্মভূষণে সম্মানিত হলেন অভিনেতা ভিক্টর বন্দ‍্যোপাধ‍্যায়

বাংলাহান্ট ডেস্ক: ৭৩ তম প্রজাতন্ত্র দিবসের আগেই খুশির খবর আপামর বাঙালির জন‍্য। পদ্মভূষণ পুরস্কার প্রাপক হিসাবে ঘোষনা করা হল বর্ষীয়ান অভিনেতা ভিক্টর বন্দ‍্যোপাধ‍্যায়ের (victor banerjee) নাম। শিল্পকলা ক্ষেত্রে সমাজে তাঁর অবদানের জন‍্য এই বিশেষ পুরস্কার পেলেন অভিনেতা। পশ্চিমবঙ্গ থেকে পদ্মভূষণ দেওয়া হয়েছে তাঁকে।

প্রতি বছর প্রজাতন্ত্র দিবসের আগের দিনই পদ্ম পুরস্কার প্রাপকদের তালিকা ঘোষনা করা হয় কেন্দ্রের তরফে। ৭৫ বছর বয়সী ভিক্টর বন্দ‍্যোপাধ‍্যায় ভারতীয় ও আন্তর্জাতিক ছবিতে দাপটের সঙ্গে অভিনয় করেছেন। সত‍্যজিৎ রায়ের ঘরে বাইরে, শতরঞ্জ কি খিলাড়ি, ডেভিড লিনের প্রযোজনায় এ প‍্যাসেজ টু ইন্ডিয়া, রোমান পোলানস্কির বিটার মুনের মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। ঘরে বাইরের জন‍্য জাতীয় পুরস্কারও পেয়েছেন ভিক্টর।

jpg 9 5
এছাড়াও পদ্ম পুরস্কার প্রাপকদের তালিকায় রয়েছেন সোনু নিগম, উস্তাদ রশিদ খানও। পদ্মশ্রী সম্মান পেয়েছেন বলিউড গায়ক সোনু। সঙ্গীত জগতের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছেন তিনি। বহু সুপারহিট গান উপহার দিয়েছেন তিনি শ্রোতাদের। ২০০৩ সালে কাল হো না ছবিতে সেরা পুরুষ প্লেব‍্যাক সিঙ্গারের জন‍্য জাতীয় পুরস্কার পান সোনু।

শিল্পকলায় অবদানের জন‍্য পদ্মভূষণ সম্মান পেলেন উস্তাদ রশিদ খান। যদিও এই সম্মান তাঁকে দেওয়া হয়েছে উত্ত‍র প্রদেশের তরফে। এর আগে পদ্মশ্রী পুরস্কারও পেয়েছেন তিনি। তবে রশিদ খানের কথায়, এটা তাঁর নয়, বাংলার সম্মান।

IMG 20220125 223320
উল্লেখ‍্য, বাংলা থেকে পদ্মভূষণ এবং পদ্মশ্রী পেয়েছেন আরো দুই ব‍্যক্তিত্ব। কিন্তু তাঁরা দুজনেই প্রত‍্যাখ‍্যান করেছেন এই সম্মান। পদ্মশ্রী সম্মান প্রত‍্যাখ‍্যান করেছেন গীতশ্রী সন্ধ‍্যা মুখোপাধ‍্যায়। সঙ্গীত জগতে তাঁর অবদান অনস্বীকার্য। অথচ এত বছর পর তিনি পেলেন সম্মান, তাও কিনা পদ্মশ্রী! সন্ধ‍্যা মুখোপাধ‍্যায়ের এই সিদ্ধান্তকে সমর্থন করেছেন বাংলা সঙ্গীত জগতের ব‍্যক্তিত্বরাও।

পশ্চিমবঙ্গ থেকে পদ্মভূষণ প্রত‍্যাখ‍্যান করেছেন প্রাক্তন মুখ‍্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যও। ঘোর বিজেপি বিরোধী বুদ্ধদেব পদ্ম সম্মান পাওয়ায় শোরগোল উঠেছিল রাজনৈতিক মহলে। কিন্তু আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে প্রাক্তন মুখ‍্যমন্ত্রী জানান, এ বিষয়ে তাঁকে কেউ কিছু জানায়নি। তাই তিনি পুরস্কার প্র‍ত‍্যাখ‍্যান করছেন। পদ্মশ্রী ফিরিয়ে দিয়েছেন তবলাবাদক পণ্ডিত অনিন্দ‍্য চট্টোপাধ‍্যায়ও।


Niranjana Nag

সম্পর্কিত খবর