পদ্ম সম্মান নিতে গিয়ে ‘অপমান’, ভিক্টরের পরিচয় দেওয়া হ‍ল উত্তরপ্রদেশের প্রয়াত মুখ‍্যমন্ত্রী কল‍্যাণ সিংয়ের নামে!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: প্রজতন্ত্র দিবসের আগে পদ্ম পুরস্কার প্রাপকদের তালিকা ঘোষনা করা হয়েছিল। বাংলা থেকে প্রবাদপ্রতিম অভিনেতা ভিক্টর বন্দ‍্যোপাধ‍্যায়কে (Victor Banerjee) দেওয়া হয়েছিল পদ্মভূষণ। গত রবিবার রাষ্ট্রপতি ভবনে পুরস্কার প্রাপকদের হাতে তুলে দেওয়া হয় সম্মান। আর এদিকে ফেসবুকে রাষ্ট্রপতির ভেরিফায়েড পেজে ভিক্টরের পরিচয় দেওয়া হয়েছে উত্তরপ্রদেশের প্রয়াত মুখ‍্যমন্ত্রী কল‍্যাণ সিং হিসাবে!

রবিবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত থেকে পদ্মভূষণ পুরস্কার গ্রহণ করেন অভিনেতা ভিক্টর বন্দ‍্যোপাধ‍্যায়। মোট ৬১ জন এদিন পদ্ম সম্মান গ্রহণ করেছেন। সেই তালিকাতেই ছিল উত্তরপ্রদেশের প্রয়াত মুখ‍্যমন্ত্রী কল‍্যাণ সিংয়ের নাম। তাঁকে মরণোত্তর পদ্ম বিভূষণ সম্মান দেওয়া হয়।


এদিকে রাষ্ট্রপতির ভেরিফায়েড ফেসবুক পেজে ভিক্টর বন্দ‍্যোপাধ‍্যায়ের পরিচয় দিতে গিয়ে বড়সড় গণ্ডগোল করে বসা হয়েছে। অভিনেতার পুরস্কার নেওয়ার মুহূর্তের ছবিটি পোস্ট করে সঙ্গে লেখা হয়েছে, ‘রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ জন সংযোগের জন‍্য শ্রী কল‍্যাণ সিংয়ের (মরণোত্তর) পদ্মবিভূষণ সম্মান প্রদান করছেন। একজন রাজনৈতিক নেতা, সমাজ কর্মী ছাড়াও তিনি পরিচিত ছিলেন একজন প্রবীণ প্রশাসক এবং মাটির কাছাকাছি থাকা নেতা হিসাবে।’

উল্লেখ‍্য, এদিন প্রয়াত কল‍্যাণ সিংয়ের হয়ে মরণোত্তর পদ্ম সম্মান গ্রহণ করেন তাঁর ছেলে রাজবীর সিং। খোদ রাষ্ট্রপতির ভেরিফায়েড পেজে এত বড় ভুল কীভাবে হল তা নিয়েই তোলপাড় বিভিন্ন মহল। শুধু তাই নয়, ১২ ঘন্টারও বেশি সময় ধরে ওই ভুলটাই ছিল পেজে।


তারপর সেটা মুছে ফেলে ভিক্টর বন্দ‍্যোপাধ‍্যায়ের ছবিতে সঠিক তথ‍্য দেওয়া হয়। অনেকেই দাবি করছেন, এটা এক রকম ভাবে বর্ষীয়ান অভিনেতাকে অসম্মান করা হল। যদিও এমন বড় ভুল কীভাবে হল তার কোনো ব‍্যাখ‍্যা এখনো পর্যন্ত মেলেনি।

সম্পর্কিত খবর

X