তৃণমূল নেতার সঙ্গে স্ত্রীর ভিডিও ভাইরাল, সম্পর্কে হয় আবার মেসো শ্বশুর! তালাক দিলেন স্বামী

বাংলাহান্ট ডেস্কঃ একে তৃণমূল (tmc) নেতা, আবার অন্যদিকে সম্পর্কে হয় মেসো শ্বশুর। আবার নাকি তাঁরা দুবছর আগেই বিয়ে করেছে! আর সেই তৃণমূল নেতার সঙ্গেই স্ত্রীয়ের ভিডিও ভাইরাল হওয়ায়, স্ত্রীকে তিন তালাক দিলেন স্বামী। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়।

ঘটনাটি ঘটেছে ধুপগুড়ি (dhupguri) ব্লকের গাদাং ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে। সেখানকারই এক মহিলার সঙ্গে ধূপগুড়ি তৃণমূল কংগ্রেসের গ্রামীণ সাধারণ সম্পাদক সাহানাতুল্লার সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছে। জানা গিয়েছে, ওই মহিলার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে এবং তাঁদের ২৫ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে মেসো শ্বশুরের সঙ্গে সম্পর্কে লিপ্ত হয়েছেন ওই মহিলা।

tmc stry 647 033117111406 0 0

বছরখানেক আগে স্ত্রীয়ের সঙ্গে সাহানাতুল্লার সম্পর্কের কথা জানতে পেরে, এক সালিশি সভা ডেকে সবকিছু তখনকারের মত মিটিয়ে নেওয়া হয়। এরপর সম্প্রতি সময়ে সাহানাতুল্লার সঙ্গে অভিযুক্তের স্ত্রীর একটি ভিডিও ভাইরাল হতেই সমস্যা আরও বেড়ে যায়। চলন্ত গাড়িতে তোলা এই ভিডিও নিয়ে শুরু হয় তোলপাড়।

এরপরই কিছু মানুষকে সাক্ষী রেখে স্ত্রীকে তিন তালাক দিয়ে দেন অভিযুক্তের স্বামী। তবে এই ঘটনার কথা নিজেই স্বীকার করেছেন অভিযুক্ত মহিলা। তিনি জানান, সম্পর্কে মেসো শ্বশুর কিনা জানি না, আমরা প্রায় ২ বছর আগেই বিয়ে করেছি। আগের স্বামীর সঙ্গে বনিবনা হচ্ছিল না দেখে, আমি আবার বিয়ে করি। আর আমার বর্তমান স্বামী তৃণমূল নেতা হওয়ায় তাঁকে বদনাম করতে, এসব করা হচ্ছে।

তবে এখন প্রশ্ন উঠছে, তিন তালাক বাতিল ঘোষিত হয়ে গেলেও, এভাবে কোন সম্পর্কের ইতি টানা যায় কি?

Smita Hari

সম্পর্কিত খবর