বাংলাহান্ট ডেস্ক: গোটা বিশ্বের ১০ জন মানুষ, যাদের সঙ্গে কখনও ঝামেলায় জড়ানো উচিত নয়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin), জনপ্রিয় রিয়েলিটি শো ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’এর সঞ্চালক বিয়ার গ্রিলসের (bear grylls) মতো ব্যক্তিত্ব রয়েছেন এই ১০ জনের তালিকায়। এবার ভারতীয় হিসাবে বলিউড অভিনেতা বিদ্যুৎ জামওয়ালের (bear grylls) নামও যুক্ত হল এই তালিকায়।
‘টেন পিপল ইউ ডোন্ট ওয়ান্ট টু মেস উইথ’ তালিকায় বিদ্যুৎ জামওয়ালের নাম প্রকাশ হতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা ও অভিনন্দনের ঢল নামে অভিনেতার ভক্তদের। এই সুখবর নিজের টুইটার হ্যান্ডেলে শেয়ার করে পাল্টা অনুরাগীদের ধন্যবাদও জানান তিনি।
মাত্র তিন বছর বয়স থেকেই কেরলের মার্শাল আর্ট কালারিপায়াত্তু শেখা শুরু করেন বিদ্যুৎ। জানা যায়, অভিনয় জগতে পা রাখার আগে সারা পৃথিবীর ২৫টি দেশে ঘুরে ঘুরে কালারিপায়াত্তুর লাইভ শো করেছিলেন তিনি। বিশ্বের সেরা ছয় মার্শাল আর্ট তারকাদের মধ্যে একজন বিদ্যুৎ। শুধু তাই নয়, এর আগে মার্কিন মুলুকের প্রখ্যাত মার্শাল আর্ট প্ল্যাটফর্ম লুপারের তরফে বিশ্বৈর সেরা মার্শাল আর্টিস্টদের একটি তালিকা প্রকাশ করা হয়েছিল। ভারতের হয়ে সেই তালিকায় নিজের জায়গা কায়েম করেছিলেন অভিনেতা।
https://twitter.com/VidyutJammwal/status/1286180271637827588?s=19
https://www.instagram.com/p/CCGIJz-naUy/?igshid=n08o707mc6f7
প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় থাকেন বিদ্যুৎ। শরীরচর্চার ভিডিও প্রায়শই নিজের ইনস্টা হ্যান্ডেলে শেয়ার করতে দেখা যায় তাঁকে। লকডাউনে শরীর ও মন সুস্থ রাখার জন্য বেশ কিছু শরীরচর্চার ভিডিও শেয়ার করেন অভিনেতা।
https://www.instagram.com/p/CBNkRp0H_Mg/?igshid=1mjoax8rn8i8h
প্রসঙ্গত, আগামী ‘খুদা হাফিজ’ ছবিতে দেখা যেতে চলেছে বিদ্যুৎ জামওয়ালকে। এছাড়া এই ছবিতে রয়েছেন শিবালিকা ওবেরয় ও অহনা কুমরা। তবে প্রেক্ষাগৃহে নয়, ছবিটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মে।