বাংলাহান্ট ডেস্ক : পহেলগাঁও হত্যাকাণ্ডের হাত ধরে আতঙ্ক এবং ঘৃণা ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে। একই সঙ্গে প্রতিশোধের আগুনও জ্বলছে দেশবাসীর মনে। ২৬ টি তরতাজা প্রাণ চলে গিয়েছে এক হামলায়। সন্ত্রাসবাদের বিরুদ্ধে এককাট্টা হয়ে প্রতিবাদের সুর চড়িয়েছেন তারকারা। একাধিক তারকাকে জরুরি অনুষ্ঠান বাতিল করতেও দেখা গিয়েছে। অন্যদিকে পাকিস্তানি শিল্পীদের বলিউডে নিষেধাজ্ঞা নিয়ে সরব হয়েছেন অনেকেই। বিষয়টা নিয়ে এবার মুখ খুললেন জনপ্রিয় দক্ষিণী ছবির তারকা বিজয় দেবেরাকোন্ডা (Vijay Deverakonda)।
কাশ্মীর এবং পাকিস্তান নিয়ে মুখ খুললেন বিজয় (Vijay Deverakonda)
একদিকে অনেকেই যখন পাকিস্তানকে তুলোধনা করে সরব হয়েছেন সেখানে বিজয়ের (Vijay Deverakonda) কণ্ঠে যেন একটু ভিন্ন সুর। কাশ্মীর নিয়েও দুভাগে ভাগ হয়ে যেতে দেখা গিয়েছে নেটিজেনদের। একপক্ষের দাবি, কাশ্মীর এখন এড়িয়ে চলাই উচিত। আবার অন্য পক্ষ কাশ্মীরে পর্যটনকে মোটেই এড়াতে চাননি। এবার বিজয় বললেন, কাশ্মীর শুধুই ভারতের।
কাশ্মীর নিয়ে বার্তা অভিনেতার: দক্ষিণী তারকার কথায়, কাশ্মীরে বর্তমান পরিস্থিতির একটাই সমাধান। তা হল শিক্ষার প্রসারে। এতে স্থানীয় যুবকদের সহজে মগজধোলাই করা যাবে না। কাশ্মীর ভারতেরই ছিল আর থাকবে। তিনি নিজেও পহেলগাঁওতে শুটিং করেছেন। পছন্দের সময়কার সুখস্মৃতি ভাগ করে ঐক্যের পক্ষেও সওয়াল করেছেন বিজয় (Vijay Deverakonda)।
আরো পড়ুন : বলিউডের সবথেকে ‘দামি’ প্রোজেক্ট, মে-র শুরুতেই বড় ঘোষণা ‘রামায়ণ’ নিয়ে
পাকিস্তানকেও বিঁধেছেন অভিনেতা: কটাক্ষে সুরে অভিনেতা বলেন, পাকিস্তান নিজের দেখভাল নিজেই করতে করতে পরে না। প্রয়োজনীয় দল, বিদ্যুতের অভাব রয়েছে পড়শি দেশে। ভারতের কোনো প্রয়োজন নেই পাকিস্তানকে আক্রমণ করার। ওখানের বাসিন্দারা নিজেরাই সরকারের উপরে বিরক্ত। একই সঙ্গে দেশবাসীর প্রতি অভিনেতা (Vijay Deverakonda)বার্তা দিয়েছেন, শিক্ষাই একমাত্র মূলধন। ভারতীয় নাগরিকদের পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ বজায় রাখা উচিত।
আরো পড়ুন: কেন্দ্রের রোজগার মেলায় নিয়োগপত্র পেলেন ৪৪৩ জন! রাজ্যে চাকরির দুর্নীতির বিরুদ্ধে সরব সুকান্ত
সম্প্রতি কাশ্মীর নিয়ে মুখ খোলেন অভিনেতা সুনীল শেট্টি। তিনি স্পষ্ট বলেন, ‘যারা আতঙ্ক এবং বিভাজন সৃষ্টির চেষ্টা করছে, তাদের ষড়যন্ত্রের সামনে কিছুতেই মাথা নোয়ানো যাবে না। কাশ্মীর আমাদের ছিল আর আমাদেরই থাকবে’।