বাংলাহান্ট ডেস্ক : রাজা-দুষ্টুকে মনে আছে নিশ্চয়ই? ‘সাত পাকে বাঁধা’ সিরিয়ালের (Serial) মাধ্যমে আপামর দর্শকদের ঘরের মানুষ হয়ে উঠেছিলেন বিক্রম চট্টোপাধ্যায় এবং ঐন্দ্রিলা সেন। জি বাংলার অন্যতম জনপ্রিয় সিরিয়াল ছিল সাত পাকে বাঁধা। এত বছর পরেও দর্শকরা মনে রেখে দিয়েছে রাজা দুষ্টু জুটিকে। এবার দর্শকদের জন্য বড় সুখবর। আবারও টেলিভিশনে (Serial) ফিরতে চলেছেন বিক্রম ঐন্দ্রিলা।
ছোটপর্দায় (Serial) ফিরছেন বিক্রম ঐন্দ্রিলা
বহুবছর আগে টেলিভিশনে (Serial) সম্প্রচারিত হয়েছিল সাত পাকে বাঁধা। তারপর থেকে দীর্ঘদিন কেটে গিয়েছে। মাঝে অবশ্য অন্য ধারাবাহিকে (Serial) দেখা গিয়েছে বিক্রম ঐন্দ্রিলাকে। এবার ফের একসঙ্গে জুটি বেঁধে ছোটপর্দায় ফিরছেন তাঁরা। কোন চ্যানেলে দেখা যাবে তাঁদের?
এই চ্যানেলে আসছে বড় চমক: বিক্রম ঐন্দ্রিলা ছোটপর্দায় ফিরছেন ঠিকই তবে সিরিয়ালে (Serial) নয়। জানা যাচ্ছে, একটি নতুন রিয়েলিটি শোতে একসঙ্গে সঞ্চালক হিসেবে দেখা যাবে দুজনকে? জি এর নতুন চ্যানেল শুরু হতে চলেছে জি বাংলাসোনার। সেই চ্যানেলেই নাকি শুরু হতে চলেছে নতুন রিয়েলিটি শো ‘দশ দিনে দশ লাখ’। ঠিক কী হতে চলেছে এর বিষয়বস্তু?
আরও পড়ুন : ‘বাংলার জন্য যে কোনও লড়াই করতে হলে করব’, মমতার সুর প্রসেনজিতের কণ্ঠে! রাজনীতিতে নামার ইঙ্গিত?
কী জানান বিক্রম: জানা যাচ্ছে, বেশ কিছু মজার খেলা নিয়ে শুরু হবে দশ দিনে দশ লাখ। মূলত জুটিরা যোগ দিতে পারবেন এই শোতে প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, দুই বন্ধুও জুটি বেঁধে খেলতে পারবেন এই শোতে। দশদিন ধরে চলা খেলায় যে জুটি জিততে পারবে তারা পুরস্কার হিসেবে পাবে ১০ লক্ষ টাকা।
আরও পড়ুন : হু হু করে বাড়বে সুগার, ডায়াবিটিসের রোগী হলে ভুলেও হাত বাড়াবেন না এই ফলগুলির দিকে
এতদিন পর ফের ক্যামেরার সামনে ঐন্দ্রিলার সামনে জুটি বাঁধতে পেরে উচ্ছ্বসিত বিক্রম। সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ইন্ডাস্ট্রিতে ঐন্দ্রিলা তাঁর সবথেকে প্রিয় বন্ধু। এতদিন দর্শকরা তাঁদের কোনও না কোনও চরিত্রে দেখেছেন। কিন্তু এবার তাঁরা নিজেদের মতো করেই জুটি বাঁধছেন। অভিনেতা আরও বলেন, এমন ধরণের রিয়েলিটি শো আগে বাংলায় হয়নি। দর্শকরাও আগ্রহ পাবেন বলে আত্মবিশ্বাসী বিক্রম।