ভ‍্যাকেশন থেকে ফিরেই বাবা মা হলেন অঙ্কুশ-ঐন্দ্রিলা! জুটির সন্তানের ছবি শেয়ার করলেন ‘মামা’ বিক্রম

বাংলাহান্ট ডেস্ক: চলতি বছরেই নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অঙ্কুশ হাজরা (ankush hazra) ও ঐন্দ্রিলা সেন (oindrila sen)। টলিউডের এই মিষ্টি তারকা জুটি সবসময়ই সংবাদ শিরোনামে থাকেন। কিছুদিন আগেই নতুন সংসারের জন‍্য এক ঝাঁ চকচকে নতুন ফ্ল‍্যাট কিনেছিলেন অঙ্কুশ। হবু স্ত্রীকে নিয়ে ঘুরে এসেছেন ভ‍্যাকেশন থেকেও।

এবার নতুন সদস‍্যও এসে গেল অঙ্কুশ ঐন্দ্রিলার পরিবারে। সেই খুদে সদস‍্যের সঙ্গে ছবি শেয়ার করেছেন ‘মামা’ বিক্রম চ‍্যাটার্জি। নতুন বাবা মাকে শুভেচ্ছাও জানিয়েছেন তিনি। পাল্টা সন্তানের হয়ে ‘মামা’কে ধন‍্যবাদ জানিয়েছেন ঐন্দ্রিলা।

bc3427e1bfb1d6fea810ce4e12ce02d1
বিষয়টা একটু খুলেই বলা যাক। এই খুদে সদস‍্য হল আসলে এক কুকুর ছানা। অঙ্কুশ ঐন্দ্রিলার আদরের ‘আলু’ সে। এই আলুকেই কোলে নিয়ে আদর করার ছবি শেয়ার করেছেন বিক্রম। সেই সঙ্গে ক‍্যাপশনে লিখেছেন, ‘পরিবারে স্বাগত আলু। আর নতুন বাবা মাকে অনেক ভালবাসা। হ‍্যাপি প‍্যারেন্টহুড ঐন্দ্রিলা অঙ্কুশ।’

https://www.instagram.com/p/CLJVQ3Sn9BE/?igshid=vwn7md5tsdb7

শোনা যাচ্ছে, তাড়াতাড়িই এবার নিজেদের প্রেমের সম্পর্কে সিলমোহর বসাতে চলেছেন অঙ্কুশ ও ঐন্দ্রিলা। তবে তাঁদের বিয়ে নিয়ে এখনো কোনো খবর প্রকাশ‍্যে না এলেও সম্প্রতি শোনা যায় এক দারুন সুখবর। নতুন গাড়ির পর এবার নতুন বাড়িও কিনে ফেলেছেন অঙ্কুশ।

জানা গিয়েছে, মুকুন্দপুরের কাছে Utalika Complex এ নতুন অ্যাপার্টমেন্ট কিনেছেন অঙ্কুশ। এখনো পুরোপুরি তৈরি হয়নি এই কমপ্লেক্স। ইতিমধ‍্যেই গিয়ে একদিন নতুন অ্যাপার্টমেন্টের কাজ দেখে এসেছেন অভিনেতা। কাজ সম্পূর্ণ হলেই সেখানে থাকা শুরু করবেন অভিনেতা।

শোনা যাচ্ছে, চলতি বছরের ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অঙ্কুশ ও ঐন্দ্রিলা। তার আগেই সম্ভবত নতুন বাড়িতে চলে যাবেন অঙ্কুশ। বিয়ের আগে ঐন্দ্রিলাকে এটাই উপহার অঙ্কুশের। আগামী ১২ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে ম‍্যাজিক। এই ছবির মাধ‍্যমেই বড়পর্দায় পা রাখছেন ঐন্দ্রিলা। বিপরীতে রয়েছেন অঙ্কুশ।

Niranjana Nag

সম্পর্কিত খবর