বাংলাহান্ট ডেস্ক: আরো এক টলিউড তারকার মুম্বই পাড়ি। দূর্গাপুজোর সময়েই ভাল খবরটা দিলেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় (vikram chatterjee)। বলিউডে অভিষেক করতে চলেছেন তিনি। দূর্গাপুজোর সপ্তমীর দিন নিজের প্রথম হিন্দি ছবির পোস্টার শেয়ার করে অনুরাগীদের চমকে দিলেন বিক্রম। তাঁর এই সাফল্যে খুশির জোয়ার নেটমহলে।
‘মেমোরি এক্স’ ছবির হাত ধরে বলিউডে পা রাখছেন বিক্রম। সাইকোলজিক্যাল রোম্যান্টিক ঘরানার ছবি এটি। ভারতে নাকি এমন ঘরানার ছবি এই প্রথম। স্বাভাবিক ভাবেই এমন একটি ছবিতে কাজ করতে পেরে উচ্ছ্বসিত বিক্রম। সপ্তমীর দিন সোশ্যাল মিডিয়ায় ডেবিউ ছবির পোস্টার শেয়ার করেছেন অভিনেতা।
তিনি লিখেছেন, ‘প্রথম গুলো সবসময় স্পেশ্যাল হয়। আমার প্রথম হিন্দি ছবি মেমোরি এক্স এর টিজার পোস্টার প্রকাশ করছি। তথাগত মুখার্জির লেখা এবং পরিচালিত ভারতের প্রথম সাইকোলজিক্যাল রোম্যান্স। ছবিতে অভিনয় করছেন বিনয় পাঠক ও স্মৃতি কালরা, প্রযোজনায় আছেন অভিনব ঘোষ, তানিয়া মুখার্জি, তথাগত এবং দেবলীনা প্রোডাকশনস। ভালবাসা ও আশীর্বাদ দেবেন। শুভ সপ্তমী।’
বাংলা ছবি ও সিরিয়ালের জগতে বেশ পরিচিত মুখ বিক্রম চট্টোপাধ্যায়। মৈনাক ভৌমিকের বেডরুম ছবির হাত ধরে টলিউডে পা রাখেন তিনি। একের পর এক বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন বিক্রম। ঝুলিতে রয়েছে একাধিক সিরিয়ালও। মাঝে অবশ্য সোনিকা চৌহান মৃত্যু মামলাঢ় ফেঁসে গিয়েছিলেন তিনি। এই মুহূর্তে ডান্স বাংলা ডান্সে অঙ্কুশ হাজরার সঙ্গে সঞ্চালনার দায়িত্ব সামলাচ্ছেন বিক্রম।
https://www.instagram.com/p/CU65ya0owgT/?utm_medium=copy_link
বিক্রমের পাশাপাশি আরো এক টলিউড অভিনেত্রীর প্রথম বলিউড ছবি মুক্তি পেতে চলেছে খুব শিগগিরি। তিনি রুক্মিনী মৈত্র। বলিউডে অভিনেতা বিদ্যুৎ জাম্বালের নায়িকা হয়ে অভিষেক করতে চলেছেন রুক্মিনী। ছবির নাম ‘সনক: হোপ আন্ডার সিজ’। মহালয়ার আগের দিনই প্রকাশ্যে এসেছে ছবির ট্রেলার।
ট্রেলার থেকে মোটামুটি স্পষ্ট ছবির গল্প। নায়ক বিদ্যুতের স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন রুক্মিনী। গুরুতর অসুস্থ সে। হৃদপিন্ড ধীরে ধীরে কাজ করা বন্ধ করে দিচ্ছে। স্ত্রীকে হাসপাতালে ভর্তি করান বিদ্যুৎ। তারপরেই ঘুরে যায় গল্পের মোড়। হাসপাতালে হানা দেয় সন্ত্রাসবাদীরা। গোটা হাসপাতাল কব্জা করে নেয় তারা। এমনকি নিরীহ রোগীরাও রক্ষা পায় না সন্ত্রাসবাদীদের কবল থেকে।
তখনি নিজের স্ত্রী সহ বাকিদের বাঁচাতে হাসপাতালে হিরোর মতো এন্ট্রি নেন বিদ্যুৎ। প্রায় আড়াই মিনিটের ট্রেলার ভরপুর অ্যাকশনে। নিরাশ করবে না বিদ্যুৎ রুক্মিনীর রসায়নও।