ছেলেবেলার বন্ধুর সাথে দেখা! সচিনকে কাছে পেয়েই আবেগে ভাসলেন কাম্বলি, মুহূর্তের মধ্যে ভাইরাল ভিডিও

বাংলা হান্ট ডেস্ক: ভারতের কিংবদন্তি ব্যাটার সচিন তেন্ডুলকার (Sachin Tendulkar) এবং তাঁর সতীর্থ বিনোদ কাম্বলির মধ্যে সাক্ষাতের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হচ্ছে। গত মঙ্গলবার (৩ ডিসেম্বর) রমাকান্ত আচরেকার স্মৃতিসৌধের উদ্বোধনে দেখা হয় দু’জনের। সচিন এবং কাম্বলি আচরেকারের পথপ্রদর্শনেই ক্রিকেটের সফরে এগিয়ে গিয়েছিলেন। কিন্তু, ওই অনুষ্ঠানে দুই বন্ধুর সাক্ষাতের পরেই যা ঘটল তা রীতিমতো উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

সচিনের (Sachin Tendulkar) সাথে কাম্বলির সাক্ষাৎ:

জানিয়ে রাখি যে, ৫২ বছর বয়সী কাম্বলির শরীর দীর্ঘদিন ধরেই খারাপ। অনুষ্ঠানের মঞ্চে বন্ধু সচিনকে (Sachin Tendulkar) দেখতে পেয়ে রীতিমতো আবেগপ্রবণ হয়ে পড়েন কাম্বলি। সচিনই তাঁর কাছে এসেছিলেন। তবে, প্রথমে কয়েক মুহূর্ত সচিনকে চিনতে পারেননি কাম্বলি। ওই ভিডিওটি প্রত্যক্ষ করে নেটিজেনরা কাম্বলিকে কিছুটা “অপ্রকৃতস্থ” বলে দাবি করেছেন।

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

ভাইরাল ভিডিওটিতে দেখা গিয়েছে যে, সচিন (Sachin Tendulkar) কাছে আসতেই কয়েক মুহূর্ত তাঁর দিকে তাকিয়ে থাকেন কাম্বলি। তারপরই তিনি সচিনকে চিনতে পেরে হঠাৎ তাঁর হাত ধরে তাঁকে নিজের দিকে টেনে নেন। কাম্বলি উঠে দাঁড়িয়ে সচিনের সাথে দেখা করার চেষ্টা করেছিলেন কিন্তু দুর্বলতার কারণে তা পারেননি। এরপরে এক ব্যক্তি কাম্বলির কাছে আসেন এবং তাঁকে সেখানে বসে থাকতে বলেন। এরপর সেখান থেকে চলে যান সচিন। জানিয়ে রাখি যে, সচিন সহ কাম্বলি এবং অন্যান্যরা মুম্বাইয়ের শিবাজি পার্কে আচরেকার স্মৃতিসৌধের উদ্বোধন করেছিলেন। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমএনএস প্রধান রাজ ঠাকরেও।

আরও পড়ুন: ক্রমশ চরমে উঠছে বিতর্ক! এবার স্থগিত হয়ে যাবে চ্যাম্পিয়ন্স ট্রফি? সামনে এল বড় আপডেট

এদিকে, সচিন (Sachin Tendulkar) ও কাম্বলির সাক্ষাত নিয়ে ক্রিকেট অনুরাগীদের কাছ থেকেও প্রচুর প্রতিক্রিয়া এসেছে। নেটমাধ্যমে একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, “কাম্বলি একজন দুর্দান্ত খেলোয়াড় ছিলেন। কিন্তু তাঁর কেরিয়ার নষ্ট হয়ে গেছে।” আরেকজন জানতে চেয়েছেন,”কাম্বলির কি কোনও মানসিক অথবা শারীরিক সমস্যা রয়েছে?” উল্লেখ্য যে, ২০১৩ সালে হৃদরোগে আক্রান্ত হন কাম্বলি। এরপর একজন পুলিশ অফিসার তাঁকে লীলাবতী হাসপাতালে নিয়ে গিয়ে তাঁর প্রাণ বাঁচান।

আরও পড়ুন: অনেকের সারাজীবনের উপার্জন এত নয়! মুকেশ কন্যা ইশার মাসিক বেতন কত টাকা? সামনে এল বড় তথ্য

জানিয়ে রাখি যে, সচিন (Sachin Tendulkar) তাঁর আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার শুরু করেন ১৯৮৯ সালে। অন্যদিকে, কাম্বলি ভারতের হয়ে ১৯৯১ সালে আত্মপ্রকাশ করেছিলেন। তিনি শারজাহতে পাকিস্তানের বিরুদ্ধে তাঁর প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেন। সেটি একটি ODI ম্যাচ ছিল। কাম্বলি তাঁর ক্রিকেট কেরিয়ারে ১০৪ টি ODI ম্যাচে ২,৪৭৭ রান করেছেন। ১৯৯৩ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর টেস্ট অভিষেক ঘটে। তিনি ১৭ টি টেস্ট ম্যাচে ১,০৮৪ রান করেন। কম্বলি প্রথম শ্রেণির ক্রিকেটে ১২৯ টি ম্যাচে ৫৯.৬৭ এভারেজে ৯,৯৬৫ রান করেছেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর