শাসক দলের দুই বিধায়কের নেতৃত্বে হাজি সাহেবের শেষকৃত্যে জুটল ১৫ হাজার লোকের ভিড়, ভিডিও ভাইরাল

বাংলা হান্ট ডেস্কঃ করোনার প্রকোপের মার সহ্য করা রাজস্থানের রাজধানী জয়পুরে লকডাউনের মধ্যে সরকার আর প্রশাসনের নাকের ডগায় সোমবার করোনা নিয়মের লঙ্ঘন করতে দেখা গেল কয়েক হাজার মানুষকে। জয়পুরের খ্যাতনামা সমাজসেবক হাজি রফত আহমেদের (Haji Rafat Ahmed) মৃত্যুর পর তাঁর হাজার অনুগামীরা শেষকৃত্যে অংশ নেয়। করোনা থেকে বাঁচাতে যেই হাজি সাহেবের আবেদনে ঈদের জুলুস বন্ধ হয়েছিল, এবার সেই হাজি সাহেবের জানাজায় প্রায় ১৫ হাজারের মতো মানুষ একত্রিত হল।

এই ভিড়ে শুধু আম জনতাই ছিল না, ভিড়ে অংশ নিয়েছিলেন জয়পুরের আদর্শ নগরের কংগ্রেস বিধায়ক রফিক খান এবং বিধায়ক আমিন কাদরি সমেত অন্যান্য কংগ্রেস নেতারা। পুলিশ এই ভিড়কে রোখার বদলে তাঁদের সুরক্ষা দেওয়া শুরু করে। হাজি সাহেবের জানাজা পুলিশি সুরক্ষায় জয়পুরের রামগঞ্জ বাজার থেকে বের হয়। জানাজার ভিডিও (Viral Video) সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর চাঞ্চল্য ছড়ায়। এরপর পুলিশ কংগ্রেস বিধায়ক রফিক খান সমেত ১১ জনের বিরুদ্ধে মহামারী আইন লঙ্ঘন করার মামলা দায়ের করে।

হাজি রফত আহমেদ জয়পুরের বিশিষ্ট সমাজসেবক এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য বিখ্যাত। সোমবার সকালে বাড়িতে ফজরের নামাজ পড়ার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন তিনি। সুফি বিচারধারার প্রসার আর প্রচারে ওনার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ ছিল। নিজ সম্প্রদায়ের মধ্যে শিক্ষার আলো পৌঁছে দেওয়ার জন্য হাজি সাহেব অনেক পদক্ষেপ নিয়েছেন। অনেকের মতে, তিনি মুসলিম বাচ্চাদের একহাতে কোরআন আর অন্য হাতে কম্পিউটার ধরিয়েছিলেন।

Koushik Dutta

সম্পর্কিত খবর