বাংলা হান্ট ডেস্ক: অশান্তির আগুনে জ্বলতে থাকা নেপালে (Nepal) ইতিমধ্যেই পতন ঘটেছে ওলি সরকারের। এমতাবস্থায়, নেপালে সেনার শাসন কার্যকর হয়েছে। এদিকে, সরকারের পতনের পরেও প্রতিবেশী দেশ চরম উত্তপ্ত। প্রসঙ্গত উল্লেখ্য যে, নেপালে সেনার শাসন কার্যকর হওয়ার আগে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে শুরু করে বিভিন্ন সরকারি দফতর এবং একাধিক মন্ত্রীর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়। তবে, এবার হিংসার আঁচ পড়ল কাঠমান্ডুর বিখ্যাত পশুপতিনাথ মন্দিরেও।
অশান্তির আগুনে জ্বলছে নেপাল (Nepal):
ইতিমধ্যেই প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ওই মন্দিরে ভাঙচুরের পাশাপাশি লুঠপাটের চেষ্টা করা হয়। তবে, সেনাবাহিনী সতর্কতার সঙ্গে ওই চেষ্টা ব্যর্থ করে এবং মন্দিরের দরজাও বর্তমানে বন্ধ করা হয়েছে। উল্লেখ্য যে, মঙ্গলবার বিক্ষোভকারীরা পশুপতিনাথ মন্দিরের গেটে ভাঙচুর করার চেষ্টা চালায়। এমতাবস্থায়, মঙ্গলবার রাত থেকেই মন্দিরে নিরাপত্তার দায়িত্ব নিয়েছে সেনা (Nepal)। মন্দির সংলগ্ন গোশালা চকেও সেনা নিরাপত্তার দিকে কড়া নজর রেখেছে।
উল্লেখ্য যে, বিক্ষোভকারীরা লুম্বিনীর (Nepal) গৌতম বুদ্ধ আন্তর্জাতিক বিমানবন্দরেও হামলা চালায়। শুধু তাই নয়, পার্কিং এলাকায় দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়িতেও আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, মোট ৫ টি গাড়ি এবং ২ টি মোটরসাইকেল ক্ষতির সম্মুখীন হয়েছে।
আরও পড়ুন: একলাফে দ্বিগুণ হবে বাণিজ্য! অক্টোবরেই এই দেশের সঙ্গে ট্রেড ডিলের সম্ভাবনা ভারতের
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, দেশজুড়ে (Nepal) শান্তি বজায় রাখার লক্ষ্যে ইতিমধ্যেই আন্দোলনকারীদের কাছে সেনা প্রধান অশোক রাজ সিগডেল আবেদন জানিয়েছেন। এর পাশাপাশি, জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়ে আন্দোলনকারীদের আলোচনায় বসার প্রস্তাবও দিয়েছেন তিনি।
আরও পড়ুন: এশিয়া কাপে পাকিস্তানকে বয়কট করা সম্ভব নয় কেন? অবশেষে কারণ জানাল BCCI
যদিও, নেপালে (Nepal) সেনার শাসনেও হিংসাত্মক ঘটনার রেশ আদৌ কমেনি। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, নৌবাস্তায় বাঁকে জেল ও জুভেনাইল হোমে সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছে ৫ বন্দি। পাশাপাশি, আহত হয়েছে একাধিক। শুধু তাই নয়, সুযোগ পেয়ে ২০০-র বেশি কয়েদি জেল থেকে পলাতক বলেও জানা গিয়েছে। এদিকে, জুভেনাইল হোমে রাখা বেশ কয়েকজন নাবালকও উধাও। এমতাবস্থায়, বাঁকে জেলে বর্ধমানের সেনা মোতায়েন করা হয়েছে বলেও খবর মিলেছে।