বাংলাহান্ট ডেস্কঃ লকডাউনের জেরে ইতিমধ্যেই দেশের বিভিন্ন অংশে কমেছে দূষন। প্রকৃতিও নিজেকে আবার সাজিয়ে নিয়েছে মোহময়ী রূপে। বিভিন্ন সামাজিক মাধ্যম গুলোতে ছড়িয়ে পড়া ছবিগুলি জানান দিচ্ছে যে মানুষের এই গৃহবন্দি হয়ে থাকার ফলে প্রাণ খুলে হাসছে প্রকৃতি। প্রকৃতির স্বাভাবিক নিয়ম মেনে নির্ভয়ে বিচরণ করছে ডলফিন, হরিণের মত লাজুক বন্যপ্রাণীরা।
দূষণের সাথে সাথে আবহাওয়ার পরিবর্তনও চোখে পড়ছে সকলের। দেশের মহানগরী গুলিতে শেষ কবে এমন পরিস্কার আকাশ বা বিশুদ্ধ বাতাস পাওয়া গেছে মনে করতে পারছেন না কেউ। দূষণের মাত্রা কমায় দিল্লিতে এবার দেখা গেল জোড়া রামধনু।
https://www.instagram.com/p/B_FbzixAHcl/?igshid=14h3zj6ff2dr2
https://www.instagram.com/p/B_FUgzrjCdF/?igshid=did2r762jodw
https://www.instagram.com/p/B_FY708nT0-/?igshid=1jw581ue0bqeu
এই মনোরম দৃশ্যের ছবি অনেকেই সামাজিক মাধ্যম গুলিতে ভাগ করে নিয়েছেন। আর শেয়ার করার সাথে সাথেই এই ছবি গুলি নিয়ে জোর আলোচনা শুরু নেটপাড়ায়। প্রত্যেকেরই বক্তব্য এই দৃশ্য কেবল লকডাউনের কারনেই সম্ভব হয়েছে।
https://www.instagram.com/p/B_HvzWnDGcF/?igshid=qzsxmag7bt4x
https://www.instagram.com/p/4zX99wQhfE/?igshid=p9l5eti1tg0ও
লকডাউনের কারনে রাজধানী শহর দিল্লিতে a.q.i এর স্তর উল্লেখযোগ্যভাবে কমেছে। দিল্লি শহর বায়ু দূষণের ক্ষেত্রে বিশ্বের প্রথম সারিতে রয়েছে। সেখানে a.q.i এর পরিমান 38 এর নিচে নেমে গেছে যা খুবই স্বস্তিদায়ক। লকডাউন এর ফলে দিল্লির বাতাসে নাইট্রোজেন অক্সাইড এর পরিমাণ রেকর্ড হারে কমে গেছে।