বাংলা হান্ট নিউজ ডেস্কঃ দুইদিন আগেই আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিশ্বকাপের (2023 ODI World Cup) ফাইনালে ভারতীয় দলকে (Indian Cricket Team) হারিয়ে বিশ্বকাপ জয় করেছে অস্ট্রেলিয়া। ভারত বনাম অস্ট্রেলিয়ার (India vs Australia) এই ম্যাচে রোহিত শর্মার দলের একতরফা হার ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) কাছে অত্যন্ত অপমানের বিষয়। এটি একটি আইসিসির (ICC) আয়োজিত টুর্নামেন্ট হলেও অন্যান্য দেশগুলির ভক্তরা প্রতিযোগিতা চলাকালীন বারবার অভিযোগ করছিলেন যে এই আয়োজন যেন এক দ্বিপাক্ষিক সিরিজের মত এবং ভারতকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া হচ্ছে বাকি ৯ টি দলের থেকে অনেক বেশি।
বিশ্বকাপ ফিরিয়ে দেবে অস্ট্রেলিয়া?
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি আশ্চর্যজনক প্রতিবেদন ক্রমশ ভাইরাল হয়েছিল, যেখানে দাবি করা হয়েছে যে অস্ট্রেলিয়া এখনও ভারতের মাটিতে আয়োজিত বিশ্বকাপের ট্রফি জয় করতে পারেনি। ২০২৩ বিশ্বকাপের বিজয়ী নির্ধারণ করা হবে আরও ২ ম্যাচ খেলে। এই জন্য নাকি ইতিমধ্যেই আইসিসির সঙ্গে কথা বলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। দাবি করা হচ্ছে যে ফাইনালটির সাথে ওই দুটি ম্যাচে মিলিয়ে যারা বেশিবার জিতবে তারাই নাকি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে।
ভুয়ো প্রতিবেদনের দাবি:
ওই প্রতিবেদনে আরো দাবি করা হয়েছিল যে বিশ্বকাপের পরেই ভারত বনাম অস্ট্রেলিয়া যে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজিত হওয়ার কথা ছিল ভারতের মাটিতে তা আপাতত স্থগিত করা হয়েছে। পাঁচ বছর সিরিজের পরিবর্তে বিশ্বকাপ জয়ী নির্ধারণে আরও দুটি ম্যাচ খেলা হবে। বিসিসিআই এরই মধ্যে আইসিসির সঙ্গে কথা বলেছে। বিসিসিআই এবং আইসিসির মধ্যে হওয়া একটি চুক্তিতে নাকি উল্লেখ ছিল যে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত যদি ফাইনাল ম্যাচে হারে, তাহলে নাকি মুম্বাই এবং কলকাতায় আরও ২টি ফাইনাল ম্যাচ খেলা হবে।
আরও পড়ুন: এরপর ভারতীয় ক্রিকেট কোন পথে এগোবে জানেন না দ্রাবিড়! তার অসহায় মন্তব্য শুনে অস্বস্তিতে ভক্তরা
আইসিসি চেয়ারম্যানের নামেও অপপ্রচার:
ওই প্রতিবেদনে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান গ্রেগ বার্কলের একটি বিবৃতিও উদ্ধৃত করা হয়েছিল। ভাইরাল বই প্রতিবেদন অনুসারে, গ্রেগ বার্কলির বক্তব্য হল, “এটাই হচ্ছে নিয়ম। সব দলকেই এগুলো মেনে নিতে হবে। ম্যাচ চলাকালীন যদি আম্পায়ার এবং আইসিসির কর্মকর্তারা সাবধানে নিয়ম মেনে চলতেন, তাহলে তারা অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ নিয়ে আনন্দ করতে দিতেন না।” ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে যে আইসিসি চেয়ারম্যান নাকি আরো বলেছেন যে ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া এবং জিম্বাবোয়েতে অনুষ্ঠিত হতে চলা বিশ্বকাপেও এই নিয়ম প্রযোজ্য হবে।
আরও পড়ুন: শামিকে নিয়ে বিশ্বকাপ ফাইনালে মাত্র ১টি ভুল সিদ্ধান্ত রোহিতের! তাতেই ভাঙে ভারতীয়দের স্বপ্ন
আসল ব্যাপার কি?
তবে আসল কথা হল যে প্রতিবেদনে এগুলি দাবি করা হয়েছিল সেগুলো ছিল ভারতীয় দলের হারের জ্বালা বাড়িয়ে দেওয়ার জন্য লেখা একটি ব্যঙ্গাত্মক প্রতিবেদন। এটি দ্য রোর (TheRoar.com.au) নামে একটি অস্ট্রেলিয়ান ওয়েবসাইটে প্রকাশিত হয়েছিল। অস্ট্রেলিয়ার বিশ্বজয়ের আনন্দ উপভোগ করার পাশাপাশি ভারতীয় সমর্থকদের কাঁটা ঘায়ে নুনের ছিঁটে দিতে প্রতিবেদনটি লেখা হয়েছিল এবং কিছু অজ্ঞভারতীয় ক্রিকেটপ্রেমী সেটি বিশ্বাসও করে ফেলেছিল।