এরপর ভারতীয় ক্রিকেট কোন পথে এগোবে জানেন না দ্রাবিড়! তার অসহায় মন্তব্য শুনে অস্বস্তিতে ভক্তরা

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতার পর তৎকালীন কোচ রবি শাস্ত্রীকে সরিয়ে ভারতীয় দলের (Indian Cricket Team) কোচ হিসাবে আনা হয়েছিল কিংবদন্তি ক্রিকেটার রাহুল দ্রাবিড়কে (Rahul Dravid)। লক্ষ্য ছিল একটাই, ঘরের মাটিতে বিশ্বকাপ (2023 ODI World Cup) শিরোপা জয়ের জন্য কোহলিদের প্রস্তুত করে তোলা। কিন্তু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতার পর ভারতীয় ক্রিকেট বোর্ডকে (BCCI) দেশের মাটিতে ভারতের বিশ্বকাপ হারের যন্ত্রণাও সহ্য করতে হলো।

২০২৩ সালের দেশের মাটিতে বিশ্বকাপ অভিযান দুর্দান্তভাবে শুরু করেছিল ভারত। টুর্নামেন্টের লিগ পর্বের ৯ ম্যাচের প্রতিটিতেই একপেশেভাবে জয় পেয়েছে দল। ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং তিন বিভাগেই অপ্রতিরোধ্য ছিলেন রোহিতরা। কিন্তু ফাইনালের দিনেই চেনা পরিচিত দলটিকে দেখা গেল না। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টস হেরে এবং ভুল রণনীতি নিয়ে ভারতীয় দলকে ৬ উইকেটের বিরাট ব্যবধানে হার শিকার করতে হয়েছে।

kohli final aus

বড় মাছের আগে সম্প্রতিক অভিজ্ঞতার ভিত্তিতে ভারতীয় ক্রিকেটাররা কি নিজেদের ওপর বাঁচতে চাপ নিয়ে নিয়েছিল? ম্যাচ শেষ হওয়ার পরে সাংবাদিক সম্মেলনে এই প্রশ্নই করা হয়েছিল ভারতীয় দলের বর্তমান প্রধান কোচকে। তবে রাহুল দ্রাবিড় এই বিষয়টি মানছেন না। তিনি বলেন, ‘আমি এটা বিশ্বাস করি না যে এই টুর্নামেন্টে ভয় নিয়ে খেলেছি। এই ফাইনাল ম্যাচেও ১০ ওভারে ৮০ রান ছিল আমাদের। এরপর আমরা পরপর উইকেট হারিয়েছি। যখন আপনি উইকেট হারাতে থাকেন, আপনার কিছু নির্দিষ্ট পরিকল্পনা বদলের প্রয়োজন পর যেটা আমরা এই টুর্নামেন্টে আগেও করেছি।”

আরও পড়ুন: ভারত ODI বিশ্বকাপ ফাইনালে পৌঁছলেই পরিবর্তন হয় দেশের প্রধানমন্ত্রী! ২০২৪-এ মিথ ভাঙতে পারবেন মোদী?

কিন্তু ম্যাচের ফলাফলের কারণটা কি শুধু নিজেদের খারাপ পারফরম্যান্সের হিসাব বলে দেখছেন না ভারতীয় কোচ। অস্ট্রেলিয়া ওই নির্দিষ্ট দিনে তাদের চেয়ে অনেক ভালো ক্রিকেট খেলেছে এবং তাদের পরিকল্পনা গুলি যথাযথভাবে বাস্তবায়ন ঘটিয়েছে সেটা তিনি স্বীকার করছেন। তিনি বলেছেন, ‘আমরা ফেভারিট ছিলাম কারণ আমরা টানা ভালো পারফরম্যান্স করেছি। কিন্তু আপনাকে স্বীকার করতেই হবে যে অস্ট্রেলিয়া অত্যন্ত অভিজ্ঞ এবং ভালো দল। তারাও ফাইনাল খেলতে এসেছিল পরপর ম্যাচ জিতে। আমরা জানতাম যে লড়াইটা একেবারেই সহজ হবে না। দুর্ভাগ্যবশত, নির্দিষ্ট দিনটায় তারা আমাদের চেয়ে ভালো খেলেছে।”

আরও পড়ুন: বিশ্বকাপের সেরা ১১-য় নেই কোনও পাকিস্তানি! শামি, কোহলি থাকলেও এই ভারতীয়র সাথে অন্যায় ICC-র

এখন প্রশ্ন হল ভারতীয় দলে রাহু দ্রাবিড়ের ভবিষ্যৎটা কি? তাকে কোচ নিযুক্ত করা হয়েছিল দেশের মাটিতে আয়োজিত হতে চলা এই সদ্যসম্মত বিশ্বকাপ জয়ের জন্য। কিন্তু তাতে সফল হননি ‘দ্য ওয়াল’। এরপর আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় তাকে ভারতীয় দলের কোচ হিসেবে দেখা যাবে কিনা বিসি সিআইসি সেই নিয়ে এখনো কোনো উত্তর দেয়নি। রাহুল দ্রাবিড় এই নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ‘সত্যি বলতে আমি এটা (টি-টোয়েন্টি বিশ্বকাপ) নিয়ে ভাবিনি। আমার মনে হয় আমাদের সব আয়োজন, এনার্জি, ফোকাস এই ম্যাচ ও টুর্নামেন্ট ঘিরে ছিল। আমি এখন ওসব নিয়ে ভাবিনি, ভবিষ্যতে কী হবে এ নিয়ে কোনো পরিকল্পনাও নেই।”

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর