ভারত ODI বিশ্বকাপ ফাইনালে পৌঁছলেই পরিবর্তন হয় দেশের প্রধানমন্ত্রী! ২০২৪-এ মিথ ভাঙতে পারবেন মোদী?

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গতকাল প্রধানমন্ত্রী (Prime Minister) নরেন্দ্র মোদীর (Narendra Modi) উপস্থিতিতে রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বাধীন ভারতীয় দল (Indian Cricket Team) মুখোমুখি হয়েছিল পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার। কাল ভারতের সুযোগ ছিল তাদের বিশ্বকাপ ফাইনালে (World Cup Final) হারিয়ে ২০০৩ সালের বিশ্বকাপের বদলা নেওয়ার এবং নিজেদের তৃতীয় ওডিআই বিশ্বকাপ খেতাব জেতার। কিন্তু শেষপর্যন্ত অস্ট্রেলিয়ার ক্ষুরধার ক্রিকেটের সামনে সেটা সম্ভব হয়নি। ভারতকে ৬ উইকেটে হারিয়ে নিজেদের ষষ্ঠ ওডিআই বিশ্বকাপের খেতাব ঘরে তুলেছে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া।

ভারত ফাইনাল হারায় নির্বিকার নরেন্দ্র মোদী:
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ভারতীয় দল টুর্নামেন্টের প্রথম ম্যাচ হারায় বিরোধীরা দুষ্টুমি করে খোঁচা মারতে ছাড়েন নেই নরেন্দ্র মোদীকে। তবে এইসবের সামনে প্রধানমন্ত্রী নিজে ছিলেন নির্বিকার। শান্ত ও স্বাভাবিক ঢঙে তিনি মঞ্চে উঠে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সকে শুভেচ্ছা জানান বিশ্বকাপ জয়ের জন্য। এরপর পরাজিত ভারতীয় দলকে সান্ত্বনা দিতে তিনি উপস্থিত হয়েছিলেন দলের ড্রেসিংরুমে। আপনি রোহিত, বিরাট, শামিদের সঙ্গে কথা বলে ফাইনাল হারের যন্ত্রণা কিছুটা কমানোর চেষ্টা করেন তিনি।

modi boss

সামনে এলো অদ্ভুত পরিসংখ্যান:
ভারতীয় দল ফাইনাল হারের পর এক অদ্ভুত পরিসংখ্যান কিছু অতি উৎসাহী নেটিজেন সকলের সামনে তুলে এনেছেন। ভারতীয় দল ওডিআই বিশ্বকাপের ফাইনাল খেললেই ফলাফল যাই হোক না কেন, সেই বিশ্বকাপের পরবর্তী সময়ে যে কোনও কারণেই হোক, পরিবর্তন হয়েছে দেশের প্রধানমন্ত্রীর। ২০২৪-এ কি একই ঘটনার ধারা বজায় থাকবে।

আরও পড়ুন: বিশ্বকাপের সেরা ১১-য় নেই কোনও পাকিস্তানি! শামি, কোহলি থাকলেও এই ভারতীয়র সাথে অন্যায় ICC-র

পূর্ববর্তী উদাহরণ:
১৯৮৩ সালে দেবের নেতৃত্বে ভারতীয় দল প্রথমবার ওডিআই বিশ্বকাপের ফাইনাল খেলে। সেইবার তারা টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছিল সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে। আর ঠিক তার পরের বছরেই লোকসভা নির্বাচনে কংগ্রেস জয় পেলেও বিশেষ কারণে ইন্দিরা গান্ধীর প্রধানমন্ত্রীত্ব পরিবর্তন হয়ে দায়িত্ব পান রাজীব গান্ধী। ২০০৩ সালে সৌরভ গঙ্গোপাধ্যায় প্রিয় দলকে ফাইনাল অবধি নিয়ে গিয়েছিলেন কিন্তু ফাইনালটা হারতে হয়েছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। তার পরের বছরই লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে পেছনে ফেলে ৯১ সালের পর লোকসভা নির্বাচন জেতে কংগ্রেস এবং অটল বিহারি বাজপেয়ীর জায়গায় প্রধানমন্ত্রী দায়িত্ব হাতে নেন মনমোহন সিং।

আরও পড়ুন: শামিকে নিয়ে বিশ্বকাপ ফাইনালে মাত্র ১টি ভুল সিদ্ধান্ত রোহিতের! তাতেই ভাঙে ভারতীয়দের স্বপ্ন

এরপর ২০১১ সালে ধোনির নেতৃত্বে ভারত ফাইনালে ওঠে এবং শ্রীলঙ্কাকে হারিয়ে ট্রফিতে। তারপরের লোকসভা নির্বাচনে অর্থাৎ ২০১৪ সালে কংগ্রেসকে শুনে ফেলে ক্ষমতায় আসে বিজেপি সরকার এবং নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হন। ২০২৩ সালে রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল ফ্রেন্ড একবার ওডিআই বিশ্বকাপ ফাইনাল খেলেছে। ২০২৪ সালে ইতিহাসের কি আরেকবার পুনরাবৃত্তি ঘটবে? নাকি মিথ ভেঙে টানা তৃতীয়বার দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন নরেন্দ্র মোদী? উত্তর জানতে অপেক্ষা করতে হবে আরও কয়েকটা মাস।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর