‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি’! বাবার পিটুনির হাত থেকে বাঁচতে যা করল ফেলটুস ছেলে… তুমুল ভাইরাল ভিডিও

Published on:

Published on:

Viral Video a son's self-defense from his father because he fails in exam

বাংলা হান্ট ডেস্ক: এটি কাণ্ড! পরীক্ষায় ফেল করেছে ছেলে। তাই রাস্তায় বেল্ট নিয়ে তাড়া করলো বাবা। তবে ছেলেও কম যায় না। বাবার হাত থেকে বাঁচাতে লাঠিকে বর্মের মত ব্যবহার করার কৌশল চালায় ছেলে। বর্তমানে সেই ভিডিও ভাইরাল (Viral Video)। (ভিডিওটির সত্যতা যাচাই করে নিন বাংলা হান্ট)

ফেল করেছে পুত্র, রাস্তাতেই বেল্ট হাতে তাড়া করল বাবা (Viral Video)

পরীক্ষায় ফেল করায় রেগে আগুন বাবা। রাস্তায় বেল্ট নিয়ে তাড়া করল ছেলেকে। ওইদিকে ছেলেও কম যায় না। লাঠিকে বর্মের মত ব্যবহার করে আত্মরক্ষার জন্য। কিন্তু সে সুরক্ষা হল না। পড়ল বাবার পিটুনি। ঘটনাটি ঘটেছে চিনে। সেই ঘটনার ভিডিও ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যদিও ঘটনাটি কবেকার সেই বিষয়ে স্পষ্ট ভাবে এখনো কিছু জানা যায়নি।

ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে রাস্তায় বেলট হতে দাঁড়িয়ে রয়েছে এক ব্যক্তি। তার কিছুটা দূরে দাঁড়িয়ে রয়েছে একটি ছেলে। জানা যায় সম্পর্কে তারা বাবা ও পুত্র। ওই ভিডিওতে দেখা গিয়েছে, ওই ব্যক্তির ছেলেকে লাঠি দিয়ে বাবার মারের মোকাবিলা করতে ব্যস্ত। পাশাপাশি ছেলেটি দৌড়াতেও থাকে। তবে সেই লড়াই বেশিক্ষণ চলেনি।

কিছুক্ষণের মধ্যেই ছেলেটিকে পেছন থেকে ধরে ফেলে অন্য এক যুবক। সঙ্গে সঙ্গে ছেলেটি মাটিতে পড়ে যায়। তখন ওই ব্যক্তি উত্তম মধ্যম দিতে থাকে ছেলেকে। এই ভিডিও দেখে বোঝা যায় ছেলেটির তখন ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি’ অবস্থা। আর এই ভিডিওটি ‘অ্যাসিয়ানউইথঅ্যাটিচিউড’ নামের এক নেটিজেন তার ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে পোস্ট করেন। ভিডিওটার ক্যাপশনে লেখেন ছেলে পরীক্ষায় ফেল করার কারণেই রাগে তাকে বেল্ট নিয়ে তাড়া করেছিলেন বাবা।

Viral Video a son's self-defense from his father because he fails in exam

 

আরও পড়ুন: বর্ষায় পাহাড় যাচ্ছেন! যেতে পারেন মেঘে মোড়া সান্দাকফুর এই গ্ৰামে

ইতিমধ্যে এই ভিডিও বহু মানুষের দেখেছে। পাশাপাশি লাইক ও কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিওটি দেখে বহু নাগরিক যেমন মজার ছলে মন্তব্য করেছেন, তেমনি অনেকে উদ্বেগ প্রকাশ করেছেন। এক নেটিজেন লেখেন, “বাবার এই আচরণ নিন্দনীয়। ছেলের সাফল্য চাইলে মারধরের পরিবর্তে তাকে সাহায্য করার চেষ্টা করুন”।