Viral video : বর্তমান যুগ সামাজিক মাধ্যমের যুগ। আমাদের চারপাশে ঘটে যাওয়া নানান ঘটনার ছবি বা ভিডিও প্রতিদিনই শেয়ার করি নেটদুনিয়ায়। সেই সব ভাইরাল হওয়া ভিডিও গুলির মধ্যে অনেকগুলিই পশু পাখির। পশুপাখিদের নানান কীর্তিকলাপের ভিডিও নেট দুনিয়ায় ভীষনই জনপ্রিয় হয়। সম্প্রতি এমনই একদল খুদে জিরাফের ভিডিও ভাইরাল হয়েছে৷
আরপিজি গ্রুপের চেয়ারম্যান হর্ষ গোয়েঙ্কাও এই ভিডিওটি টুইট করেছেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সবুজ ঘাসের নরম গালিচায় খেলে বেড়াচ্ছে কতগুলি খুদে জিরাফ। হর্ষ গোয়েঙ্কা ভিডিওটি সামাজিক মাধ্যমে পোস্ট করে লিখেছেন, আমি জানতাম না খুদে জিরাফদের হুবহু বড় জিরাফদের মতোই দেখতে হয়।
ভিডিওটি সামাজিক মাধ্যমে পোস্ট হতেই তুমুল ভাইরাল হয়ে গিয়েছে। নেটিজেনরা নানান মন্তব্য করেছেন এই ভিডিওটি সম্পর্কে। ইতিমধ্যেই প্রায় ১০ লাখের কাছাকাছি নেটাগরিক দেখে ফেলেছে এই ভিডিও।
I didn’t know baby giraffes look like this- exact miniature copy! …. so cute !https://t.co/XJSfwZBgSB
— Harsh Goenka (@hvgoenka) November 23, 2020
যদিও যাইহোক, ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদনে , এটি লক্ষ করা গেছে যে ভিডিওটি আসল বলে মনে হয় না তবে এটি ডিজিটাল শিল্পী ভার্নন জেমস মানলপাজের একটি নির্মিত। যদিও শিল্পী পোস্টে এটি সিজিআই তৈরির কথা উল্লেখ না করলেও, তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি “শর্ট ম্যাজিকাল ভিডিওগুলি” বলে পূর্ণ রয়েছে যার মধ্যে বড় আকারের বিটল, উড়ন্ত কচ্ছপ এবং জাম্পিং রোলগুলি রয়েছে।