Viral Video- “ও হিন্দু ক্রিকেটার, ওর সাথে দেখা করব না” সৌম্যকে নিয়ে বাংলাদেশি শিশুর মন্তব্যে হতবাক নেটিজেনরা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের একটি ভিডিও বেশ ভাইরাল হচ্ছে, যা বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে সম্পর্কিত। ওই ভিডিওতে দেখা যায় একটি নাবালক শিশুকে যে বলছে সে নিজে হিন্দু হওয়ার কারণে বাঁ-হাতি বাংলাদেশি ব্যাটার সৌম্য সরকারের সঙ্গে দেখা করতে চায় না। ‘ভয়েস অফ বাংলাদেশি হিন্দু’ নামের টুইটার পেজ থেকে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে। তারপর থেকেই ভিডিওটি নিয়ে আলোড়ন শুরু হয়ে যায় নেটিজেনদের মধ্যে।

জানতে পারা যায় যে ওই শিশুটি বাংলাদেশের একটি মাদ্রাসায় লেখাপড়া করে। ভিডিওতে একজন তাকে জিজ্ঞেস করেন যে সুযোগ পেলে তিনি কোন কোন ক্রিকেটারের সাথে দেখা করতে চান। তার উত্তরে বাচ্চাটি মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও সরিফুলদের নাম নেন। তখন প্রতিবেদক তাকে জিজ্ঞাসা করেন যে তিনি কি সৌম্য সরকারের সঙ্গে দেখা করতে চান না? জবাবে শিশুটি যা বলে তা শুনে আপনার খুব খারাপ লাগবে।

soumya sarkar

প্রশ্নের উত্তরে শিশু বলে ওঠে, “সৌম্য সরকার তো একজন হিন্দু ক্রিকেটার। আমি ওর সাথে দেখা করতে চাই না। ভিডিওটি ভাইরাল হওয়ার পর সচেতন মানুষেরা মাদ্রাসায় পাওয়া মৌলবাদী শিক্ষার বিরোধিতা করে মুখ খুলেছেন। তাতে অবশ্য সংখ্যাগরিষ্ঠ মৌলবাদীদের মনে কোনও প্রভাব পড়বার সম্ভাবনা আছে কিনা তা নিয়ে অনেকেই সন্দিহান। একজন নেটিজেন মন্তব্য করেছেন, “এবার বাংলাদেশকে পাকিস্তানের মতোই খারাপ দেখাচ্ছে।”

https://twitter.com/VoiceOfHindu71/status/1560292924327219201?s=20&t=iekhCWQ9kkw-4-VQD-0zag

যদিও বাংলাদেশের মাটিতে এমন ঘটনা নতুন কিছু নয়। কয়েক বছর আগে মন্দির সংলগ্ন মাঠে ফুটবল খেলতে বাধা দেওয়ায় মৌলবাদী চরমপন্থীরা সেই মন্দিরের ওপর আক্রমণ করে মন্দিরটি লুঠ করেছিলেন। চলতি বছরের মার্চ মাসে এমন একটি ঘটনা প্রকাশ্যে এসেছিল। সেবার ঢাকায় অবস্থিত ইসকন মন্দিরে হামলার খবর প্রকাশে এসেছিল। যদিও অনেকেই ঘটনাগুলিকে হিমশৈলের চূড়া মাত্র মনে করেন। অনেকেই দাবি করে থাকেন যে বাংলাদেশে এই জাতীয় যতগুলো ঘটনা ঘটছে তার হয়তো ১০% ঘটনায় সকলের সামনে আসে।


Reetabrata Deb

সম্পর্কিত খবর