বাঁচার তাগিদ! পা গিলে নিয়েছিল বৃহদাকার সাপ! বুদ্ধির জেরে প্রাণ বাঁচাল ছোট্ট ব্যাঙ! ভাইরাল ভিডিও

বংলা হান্ট ডেস্কঃ সোশ্যাল মিডিয়ায় আমরা একাধিক সময় বিভিন্ন পশু ও প্রাণীর নানান ভাইরাল ভিডিও দেখতে পাই, যেখানে কখনো দেখা যায় দুটি প্রাণীর মধ্যে খুনসুটি চলছে তো কখনো আবার খুদে কোনো প্রাণীর সাহসিকতার পরিচয় পাওয়া যায়। তবে আজ যে ভিডিওটি ভাইরাল হয়েছে, সেটি দেখে আপনারা যেমন আশ্চর্য হবেন ঠিক তেমনি ভাবে ভিডিওটিতে রয়েছে একটি সুন্দর বার্তা। ভাইরাল ভিডিওয় সাপ ও একটি ব্যাঙ এর মধ্যে ঘটা ঘটনাকে কেন্দ্র করে পোস্টদাতা বোঝাতে চেয়েছেন যে, মনোবল দৃঢ় রেখে সামনের দিকে এগিয়ে গেলে সাফল্য মিলবেই।

‘জগন্নাথ দে’ নামক ফেসবুক অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে ভিডিওটি। ভিডিওয় একটি বাড়ির গেটের দৃশ্য তুলে ধরা হয়েছে। এখানে প্রথমেই দেখা যায় যে, গেটের রেলিং বেয়ে উপরে উঠতে ব্যস্ত একটি ব্যাঙ এবং হঠাৎই পেছন থেকে তার একটি পা চেপে ধরে বৃহদাকার এক সাপ। দুই প্রাণীর মধ্যে এহেন দৃশ্য দেখে স্বভাবতই শিউরে ওঠে বহু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। তবে ভিডিওর পরবর্তী অংশটি দেখে ষষ্ঠ বোঝা যায় যে, তার থেকে শক্তিশালী একটি প্রাণী তাকে চেপে ধরলেও জীবন সংগ্রামে হারতে নারাজ সেই ব্যাঙটি। ক্রমশ সেই সাপের মুখ থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টায় থাকে খুদে প্রাণীটি এবং শেষ পর্যন্ত তাকে নিজের লক্ষ্যে সফল হতেও দেখা যায়।

এরপর, কোনমতে ব্যাঙটি নিজেকে সাপের হাত থেকে বাঁচিয়ে ফেলে এবং রেলিং দিয়ে পালিয়ে আশ্রয় নেয় বাড়ির দেওয়ালে। ফলে মুখের শিকারকে পালাতে দেখে ক্রমশ হতাশ হয়ে যায় সাপটি। এই ভিডিওর মাধ্যমে পোস্টদাতা আমাদের জীবনের সত্যকে যেন তুলে ধরতে চেয়েছেন। মানুষের জীবনেও যেমন বাঁধা হিসেবে অনেকে তাকে সামনের পথে অগ্রসর হওয়া থেকে আটকে রাখার চেষ্টা করলেও সেই সকল বাঁধা অতিক্রম করে দৃঢ় মনোবল রেখে সামনের পথে এগিয়ে গেলে যে সাফল্য মেলে, সেই সুন্দর বার্তাটি রয়েছে এই ভিডিওয়।

ভিডিওটি পোস্ট করার সঙ্গে সঙ্গে পোস্টদাতা ক্যাপশনে লেখেন, “পিছনে টেনে ধরা লোকের অভাব নেই। মনোবল রেখে সামনে এগোলে সফলতা আসবেই। পিছুটানকে মোটিভেশনে পরিবর্তন করতে হবে।” ভিডিওটি শেয়ার করার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে ওঠে এবং একাধিক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা লাইক ও কমেন্ট করে তাদের ভালোবাসা উজাড় করে দেয়।


Sayan Das

সম্পর্কিত খবর