বাংলা হান্ট ডেস্ক: রোজ কতকিছুই না ভাইরাল হয়ে যায় নেটমাধ্যমে! আসলে ভাইরাল হওয়া ভিডিওগুলির মধ্যে এমন কিছু দৃশ্য থাকে যা সচরাচর চোখে পড়েনা। ঘটনাচক্রে রেকর্ড হওয়া ওই ভিডিওগুলিই পরবর্তীকালে কাঁপিয়ে দেয় সোশ্যাল মিডিয়া। নাচ-গান-কমেডি ছাড়াও সেখানে এমন কিছু ভিডিও থাকে যা তুলে ধরে বাস্তবিক চিত্র। আবার কোনো কোনো ক্ষেত্রে সেগুলি দেখেই হাসির রোল ওঠে নেটিজেনদের মধ্যে। সম্প্রতি সেইরকমই একটি ভিডিও ভাইরাল হয়েছে নেটমাধ্যমে।
সাধারণত রাস্তায় বাইক আরোহীদের হেলমেট এবং কাগজ আছে কিনা তা খতিয়ে দেখে পুলিশ। আমরা প্রায়ই সেই ছবি দেখতে অভ্যস্ত। যথাযোগ্য কাগজ অথবা হেলমেট বা নির্ধারিত জনের চেয়ে বেশি আরোহী থাকলে ফাইন দিতে হয় বাইক আরোহীদের। আর সেক্ষেত্রে কাটতে হয় চালানও।
তবে, বাইক আরোহীদের একাংশ আবার এই কারণেই দূরে দূরে থাকেন পুলিশদের থেকে। কিন্তু, কখনও কখনও তাঁরা পড়ে যান পুলিশের হাতে। আর তখনই ঘটে বিপদ। আসলে রাস্তায় এমন অনেক বাইক আরোহী আছেন যাঁরা কোনো কাগজপত্র বা হেলমেটের তোয়াক্কা করেন না। প্রধানত তাঁদের উদ্দেশ্যেই এই অভিযান চালায় পুলিশ। সম্প্রতি এই সম্পর্কিত একটি ভিডিওই ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। আর যা দেখে রীতিমত হাসির রেশ উঠেছে সোশ্যাল মিডিয়ায়।
ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা গিয়েছে যে, একজন মহিলা, পুলিশের হাত থেকে বাঁচতে স্কুটির স্পিড বাড়িয়ে রীতিমত পালিয়ে যাচ্ছিলেন। কিন্তু, তাঁর পেছনে ধাওয়া করেন সেখানে কর্তব্যরত এক মহিলা পুলিশ এবং তাঁকে আটকাতেও সক্ষম হন তিনি। তবে, এখানেই শেষ নয়, আরও একটি ঘটনায় দেখা গিয়েছে যে, একজন বাইক আরোহীকে ঠিক একইভাবে ছুটে ধরে ফেলেন এক পুলিশকর্মী। আর এই ভিডিওই বর্তমানে ভাইরাল হচ্ছে নেটমাধ্যমে।
ইনস্টাগ্রামে “ghantaa” নামের একটি পেজ থেকে ভিডিওটি পোস্ট করা হয়। ইতিমধ্যেই কয়েক লক্ষ ব্যবহারকারী এটি দেখে ফেলেছেন। পাশাপাশি, পাল্লা দিয়ে বাড়ছে লাইক এবং শেয়ারের সংখ্যাও। পুলিশের হাত থেকে বাঁচতে যেভাবে ওই আরোহীরা দ্রুতবেগে পালাচ্ছিলেন তা দেখে বেশ মজা পেয়েছেন নেটিজেনরা। পাশাপাশি, পুলিশদের এহেন ভূমিকা দেখে তাঁদের প্রশংসাও করেছেন অনেকে। তবে, ভিডিওটি দেখে মজাদার প্রতিক্রিয়া জানাতে থাকেন নেটিজেনরা।
View this post on Instagram