বাংলাহান্ট ডেস্কঃ বর্তমান যুগ সামাজিক মাধ্যমের যুগ। স্মার্ট ফোনে ধারন যে কোনো ছবি বা ভিডিও সারা বিশ্বের সাথে ভাগ করে নেন নেট পাড়ার বাসিন্দারা। আর সেই ভাইরাল (viral) ছবি বা ভিডিও এর জেরেই রাতারাতি তারকা বা খলনায়ক বনে যায় যে কেউ। এবার মানুষের মধ্যে ঠিক যেমন রসিকতা মারামারিতে শেষ হয়, তেমনটাই হল হাতি আর মহিষের মধ্যেও।
হাতি আর মহিষ, দুজনেই তৃণভোজী ও শান্ত স্বভাবের প্রাণী। বিরাট শক্তিধর এই দুই প্রানী সহজে রাগে না। কিন্তু কথায় বলে,” ইয়ার্কির নাম লোকসান”। নেহাতই খেলার ছলেই ঝামেলা বেঁধে গেল দুই অতি শক্তিধর প্রাণীর। আর সেই ভিডিও শেয়ার করতেই ভাইরাল হয়ে গেল নেট দুনিয়ায়।
আইএফএস সুসান্ত নন্দার টুইটার হ্যান্ডেলে পোস্ট করা ঐ ভিডিওতে দেখা যায়, সবুজ তৃণভূমিতে বিচরণ করছিল কয়েকটি হাতি ও মহিষ। নেহাতই খেলার ছলে একটি হাতি লাথি মেরে বসে এক মহিষকে। কিন্তু মহিষের সেই রসিকতা পছন্দ হয় নি। শিং উঁচিয়ে সেও তেড়ে যায় হাতিটির দিকে। গর্জন করে গুঁতোও দেয়। যদিও তাতে হাতিটি এমন কিছু আঘাত পায়নি। তবে সে পালিয়ে রক্ষা পায় রাগ থেকে।
হাতি এবং মহিষের এই লড়াইটি সামাজিক মিডিয়া ব্যবহারকারীদের ভীষন পছন্দ হয়েছে। এখন পর্যন্ত এই ভিডিওটি 25 হাজারেরও বেশি বার দেখা হয়েছে। ভিডিওটি দেখার পরে এক ব্যবহারকারী বলেছিলেন, হাতিটি নিজের সৎকার থেকে পালাচ্ছে। আবার আরেকজন মনে করছেন লড়াইটি টম এন্ড জেরির মতই মিষ্টি বন্ধুত্বের।
https://twitter.com/susantananda3/status/1272042800163389446?s=19