একেই বলে বন্ধুত্ব! আটকে যাওয়া বন্ধুকে সাহায্য করতে ছুটে এল হাতি, ভাইরাল ভিডিও

বাংলাহান্ট ডেস্ক / ভাইরাল ভিডিও : বন্ধুত্ব এক পবিত্রে সম্পর্ক। আমাদের প্রাচীন সাহিত্যে বন্ধুত্ব এর কাকে বলে তা ব্যাখা করতে গিয়ে বলা হয়েছে, ‘উৎসবে ব্যসনে চৈব দুর্ভিক্ষে রাষ্ট্রবিপ্লবে । রাজদ্বারে শ্মশানে চ যস্তিষ্ঠতি স বান্ধব’। কিন্তু আজকের স্বার্থপর যুগে দাঁড়িয়ে আমরা ক’জনই বা তা মানি। কিন্তু মনুষ্যেতরদের মধ্যে নেই স্বার্থপরতা তাই বন্ধুর বিপদে ঝাঁপিয়ে পড়ল হাতি। আর সেই ভিডিও ভাইরাল হয়েছে নেটপাড়ায়।

20200714 113111

বর্তমান যুগ সামাজিক মাধ্যমের যুগ। স্মার্ট ফোনে ধারন যে কোনো ছবি বা ভিডিও সারা বিশ্বের সাথে ভাগ করে নেন নেট পাড়ার বাসিন্দারা। আর সেই ভাইরাল ছবি বা ভিডিও (viral) এর জেরেই রাতারাতি তারকা বা খলনায়ক বনে যায় যে কেউ। আবার কোনো কোনো ভিডিও ও ছবি যেমন নেটপাড়াকে ভাবিয়ে তোলে তেমনই অনেক পোস্ট খারাপ সময়েও মন ভাল করে দেয়।

৩৩ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যায়, একটি হাতির পাল কোনো এক বেড়া টপকে যাওয়ার সময় তাদের একজন আটকে পড়ে৷ সে কিছুইতেই বেড়া টপকাতে পারছিল না। এই অবস্থায় তাকে দেখে ছুটে আসে বন্ধুটি৷ অনেক চেষ্টার পর বন্ধুকে বেড়া টপকে নিয়ে যেতে পারে সে। এমনকি বেড়া টপকানোর পর তাদের বন্ধুত্বপূর্ণ খুনসুটিও ধরা পড়েছে ক্যামেরায়।

বন্ধুত্বের এই ভিডিওটি ভাগ করে নেওয়ার সময় বনকর্মী সুধা রমেন লিখেছিলেন, “সত্যিকারের বন্ধুদের প্রতি উত্সর্গীকৃত যারা আমাদের পাশে সর্বদা পাশে থাকে।” ভাগ হওয়ার পরে, ভিডিওটি 75,000 এর বেশি ভিউ এবং প্রায় 7,000 টি লাইক পেয়েছে। কমেন্টে একজন ব্যবহারকারী লিখেছিলেন, “চিরদিনের বন্ধুরা”, অন্য একজন বলেছিলেন, “হাতিগুলি অত্যন্ত দৃঢ় পারিবারিক বন্ধন সহ দুর্দান্ত সামাজিক প্রাণী”

 

সম্পর্কিত খবর