মাছের বয়স ১০০ বছর, ওজন ৩০০ কেজি! ভাইরাল ভিডিও দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের

বাংলা হান্ট ডেস্ক: বাঙালির কাছে মাছের ঝোল মানে সবসময়ই এক পছন্দের জিনিস! এক কথায় মেনুতে মাছের যে কোনো পদ থাকলেই মন খুশি হয়ে যায় সবার। কিন্তু, এমনই কোনো মাছ যদি লম্বায় ১১ ফুট এবং ওজনে ৩০০ কেজির হয় তাহলে ঠিক কেমন লাগবে? শুনতে এক্কেবারে অদ্ভুত মনে হলেও এটা কিন্তু একদমই সত্যি। সবচেয়ে বড় কথা হল, আমরা যে মাছটি সম্পর্কে আলোচনা করব সেই মাছটির বয়স প্রায় ১০০ বছর। আর এই সংক্রান্তই একটি ভিডিও বর্তমানে ভাইরাল হয়েছে নেটমাধ্যমে।

এমনিতেই সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার ভাইরাল ভিডিওর ভিড় খুঁজে পাওয়া গেলেও সেখানে মাঝে মাঝে এমন কিছু ভিডিও সামনে আসে যেগুলিকে দেখে কার্যত বিশ্বাস করাই কঠিন হয়ে পড়ে। এমনকি, ভিডিওগুলি রেকর্ড করা না হলে সকলের নজরের বাইরেই থেকে যেত এই অদ্ভুত ঘটনাগুলি। যদিও, নেটমাধ্যমের দৌলতে সেগুলি এখন পৌঁছে গিয়েছে সকলের কাছে। আর তারপরেই অবাক হয়ে গিয়েছেন নেটাগরিকরা।

সম্প্রতি ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা গিয়েছে যে, কানাডার একটি নদীতে পাওয়া গিয়েছে বিশালাকৃতির একটি মাছ। প্রায় ১১ ফুট লম্বা এবং ৩০০ কেজির এই দৈত্যাকার মাছটিকে দেখেই রীতিমত ভিরমি খেয়েছেন সবাই। জানা গিয়েছে যে, এই মাছটির নাম হল Sturgeon। এছাড়াও, এই মাছটি জীবন্ত ডাইনোসর নামেও সমধিক পরিচিত।

বিস্তারিত ভাবে জানা গিয়েছে যে, ভাইরাল হওয়া এই ভিডিওটির ঘটনাটি কানাডার ফ্রেজার রিভারের। সেখানে ব্রিটিশ কলাম্বিয়ার ইয়েভেস বিসন এবং অ্যাঙ্গলার ড্যান লালিয়ার মাছ ধরতে গিয়েছিলেন। সেখানেই তাঁরা একটি বিশাল মাছকে জলে দেখতে পান। এদিকে, এই বিশালাকৃতির মাছটিকে দেখে চমকে যান তাঁরাও।

অত্যন্ত বিরল এই মাছকে জীবন্ত ডাইনোসর বলা হয়, কারণ এটি জুরাসিক যুগের মাছ। অর্থাৎ, বহু প্রাচীন কাল থেকেই ঠিক একইভাবে থেকে গেছে তারা। এই প্রসঙ্গে ইয়েভেস বিসন এবং ড্যান লালিয়ার জানিয়েছেন যে, Sturgeon Fish হল বিশ্বের সবচেয়ে শক্তিশালী স্বাদু জলের মাছ এবং এই মাছ ধরার জন্য মৃত্যুর হার ০.০১২ শতাংশ। পাশাপাশি, ধরা পড়া মাছটির বয়স হবে প্রায় ৭০ থেকে ১০০ বছর।

শুধু তাই নয়, তাঁরা আরও জানান যে, মাছটি প্রায় ১১ ফুট লম্বা এবং এর ওজন ২৫০ থেকে ৩০০ কেজি। তাঁরা এই সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করেন TikTok-এ। এদিকে, এই ভিডিওটিই বর্তমানে ভাইরাল হচ্ছে নেটমাধ্যমে। ইতিমধ্যে কয়েক লক্ষ মানুষ দেখে ফেলেছেন এটি। যদিও, ভিডিওটির শেষে মাছটির বিস্তারিত বিবরণ দিয়ে সেটিকে ফের নদীতে ছেড়ে দেওয়া হয়। এদিকে, এই অবাক করা ভিডিওটি দেখে নিজেদের প্রতিক্রিয়াও জানিয়েছেন নেটিজেনরা। এছাড়াও, একটা মাছ যে এত বড় হওয়ার পাশাপাশি এতদিন বেঁচে থাকতে পারে তা কেউই জানতেন না বলে স্বীকার করে নিয়েছেন সকলে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর