২৮ স্ত্রী, ১৩৫ সন্তান ও ১২৬ নাতিপুতিকে সাক্ষী রেখে ৩৭ তম বিয়ে করলেন দাদু! ভাইরাল ভিডিও

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ গানে আছে “ব্রহ্মা জানে গোপন কম্মটি” তবে প্রশ্ন ঘুরে গিয়ে এখন এটি দাড়াতেই পারে যে ” ব্রহ্মা কি জানেন আর কটি?” উৎভট মনে হলেও এ যে বাস্তব। যেখানে ১ জনকে বিবাহ করতে গিয়ে হিমশিম খেতে হয় সহস্র পুরুষকে, সেখানে ৩৭ নম্বর পরিণয় সূত্রে নিজেকে বাঁধলেন এক ভদ্রলোক।

ঠাকুমার ঝুলি থেকে ইতিহাস পুস্তকে, রাজারা কয়েক ডজন রাণীর সাথে বিয়ে করছেন এমন একটি বিষয় যা আমরা সবাই বেড়ে উঠার সময় শুনেছি, কিন্তু আধুনিক সময়ে এতগুলি পত্নী থাকার ধারণাটি সত্যিই হযবরল। হয়তো জটায়ু থাকলে বলেই ফেলতেন “হাইলি সাসপিসাস”। কিন্তু এই লোকটির জন্য বিষয় টি খুব স্বাভাবিক যিনি ৩৭ তম বার ছাদনাতলায় আশ্রয় নিচ্ছেন।

একজন বয়স্ক ব্যক্তি তার ২৮ স্ত্রী, ৩৫ সন্তান এবং ১২৬ জন নাতি-নাতনির সামনে তার ৩৭ তম স্ত্রীর সাথে গাঁটছড়া বেঁধেছেন দাবি সহ একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওটি টুইটারে পোস্ট করেছেন আইপিএস অফিসার রুপিন শর্মা। ক্যাপশনে লিখলেন, “সাহসী মানুষ….. জীবিত। ২৮ স্ত্রী, ১৩৫ সন্তান এবং ১২৬ জন নাতি-নাতনির সামনে ৩৭ তম বিয়ে।”

উল্লেখ্য, ভুলবশত সন্তান সংখ্যা ৩৫ কে ১৩৫ লিখে ফেলেন অফিসার মশাই, তবে এটি ভুল না ভবিষ্যত, জানেন কেবল এই “ওল্ড ম্যান”। তবে, ভিডিওটি সম্প্রতিকালের নয়। IPS রুপিন শর্মা এটি গত বছরের জুন মাসে ট্যুইটারে পোস্ট করেছিলেন। যা এখন ফের ভাইরাল হচ্ছে।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X