বাংলা হান্ট ডেস্কঃ সোশ্যাল মিডিয়ায় একাধিক সময় বিভিন্ন বন্য প্রাণীদের নিয়ে একাধিক ভিডিও ভাইরাল হয়। তবে বর্তমানে যে ভিডিওটি নিয়ে কথা বলতে চলেছি সেই ভিডিওটি দেখলে আপনি অবাক হবেন নাকি ভয় পাবেন তা বলা ভারী মুশকিল। ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি তিনটি চিতা বাঘের সঙ্গে ঘুমাচ্ছেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন!
ভিডিওটিতে দেখা যায়, এক ব্যক্তি কম্বল মুড়ি দিয়ে ঘুমোচ্ছেন এবং তাঁর সামনে তিনটি চিতাবাঘ শুয়ে যাদের মধ্যে এক চিতাবাঘকে তো জড়িয়েই ধরে ঘুমোচ্ছেন সেই ব্যক্তিটি। দক্ষিণ আফ্রিকার এক চিতা ব্রিডিং সেন্টারের ভলেন্টিয়ার ডল্ফ ভোলকার দ্বারা প্রকাশিত ২০১৯ সালের একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। ভিডিওটি শেয়ার করে ব্যক্তিটি বলেন, আসলে পশুদের সম্পর্কে বিশেষত চিতাদেরকে আরো ভালো করে জানার জন্য তিনি অনুমতি চান এবং সেই অনুমতি পাওয়ার পরেই সেই চিতাগুলির সাথে তিনি রাত কাটানোর সিদ্ধান্ত নেন।
ভিডিওটিতে দেখতে পাওয়া বাঘ গুলি প্রত্যেকে দক্ষিণ আফ্রিকার প্রজননকেন্দ্র-এ জন্মগ্রহণ করে এবং সেখানেই বড় হয়ে ওঠে। ভিডিওটি শেয়ার করে সেই ব্যক্তিটি যা বলেন তার বাংলা করলে দাঁড়ায় যে, “তারা কি ঠান্ডা কংক্রিট এবং অন্য প্রাণীদের সাথে বসবাস পছন্দ করে?” তিনি আরো জানান, ভবিষ্যতে এই চিতা গুলির মধ্যে যেকোনো একটিকে সংরক্ষিত বনে ছেড়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর। তিনি জানান, সেগুলিকে তিনি বড় হতে দেখেছেন এবং তাদের সঙ্গে বিশেষ সম্পর্ক গড়ে ওঠার কারণেই তিনি তাদের সাথে রাত কাটানোর অনুমতি চায়। এবং বিশেষ অনুমতি পাওয়ার পর সে সেই রাতের ভিডিও করে এবং শেয়ার করে নিজস্ব ইউটিউব চ্যানেলে।
জানা যায়, মি: ভোলকার প্রাণীবিদ্যা নিয়ে পড়াশোনা করেন এবং ছোট বয়স থেকেই বিভিন্ন প্রাণীদের আচার-আচরণ তাঁকে মুগ্ধ করে। বর্তমানে তাঁর এই কীর্তি যে জনপ্রিয় এবং ভাইরাল হয়ে উঠেছে তা অনস্বীকার্য।