বাংলাহান্ট ডেস্ক: ভারতীয় রেল (Indian Railways) সব সময়েই যাত্রীদের সুরক্ষিত ভাবে তাঁদের গন্তব্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করে এসেছে। কিন্তু মাঝে মধ্যে এমন অনেক ঘটনা ঘটে যায় যা তাদের নিয়ন্ত্রণের বাইরে। যেমন হঠাৎ কেউ চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দেওয়া। এমনকী চলন্ত ট্রেনের সামনে চলে আসা। এতে রেল পরিষেবা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থেকে যায়।
তেমনই একটি ঘটনা সম্প্রতি সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে চলন্ত ট্রেনের সামনে হঠাতই এক ব্যক্তি চলে এসেছেন। এরপর ট্রেনের চালক যা করলেন তা লক্ষ্য করার মতো। এই কারণেই ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছে। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বরেলিতে।
ভিডিওতে দেখা যাচ্ছে, চলন্ত ট্রেনের সামনে এক যুবক রেললাইন ধরে হেঁটে যাচ্ছেন। এরপর ট্রেন সামনাসামনি চলে এলে সেটি থামানোর অঙ্গভঙ্গি করে লাইন থেকে সরে গেলেন। এই দৃশ্য দেখে ট্রেনের চালক ট্রেন থামিয়ে দেন যাতে কেউ আহত না হয়। এরপর তিনি ওই যুবককে শিক্ষা দেবেন ঠিক করেন।
सोशल मीडिया पर ये वीडियो वायरल हो रहा है जहां ये व्यक्ति पटरी पर आकर चलती ट्रेन को रोकता है।
फिर ट्रेन चालक ट्रेन से उतर कर इस व्यक्ति के कान और गाल थप्पड़ से गर्म कर देता है। pic.twitter.com/niKlSVCn2X
— Shubhankar Mishra (@shubhankrmishra) December 26, 2022
দেখা যাচ্ছে, ট্রেন থেকে নেমে ওই যুবককে ধাওয়া করে সপাটে এক থাপ্পড় কষিয়ে দেন তাঁর গালে। চালকের এই কাজের জন্যই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। টুইটারে এই ভিডিওটি পোস্ট করা হয়েছে শুভঙ্কর মিশ্র নামক এক ব্যক্তির অ্যাকাউন্ট থেকে।
এই ভাইরাল ভিডিওটি পাঁচ দিন আগে পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই এটি দেখে ফেলেছেন ৭ লক্ষেরও বেশি মানুষ। কেউ কেউ চালকের এই কাজকে সমর্থন করেছেন। কেউ আবার মনে করছেন চালক মোটেও ঠিক কাজ করেননি। অনেকে আবার চালক ও ভিডিওটি যিনি করছিলেন তাঁকেও দোষী বলে মন্তব্য করেছেন। তবে রেলের সম্পত্তি ও যাত্রীদের নিরাপদে রাখতে চালকের এই কাজের সমর্থন করেছেন অনেকেই।