‘জয় শ্রী রাম”-র বিরুদ্ধে একাই চিৎকার করেন ‘আল্লা হু আকবর”, রইল সেই ছাত্রীর আসল পরিচয়

বাংলাহান্ট ডেস্ক : এক বোরখা পরিহিতাকে চারিদিক থেকে ঘিরে জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে একদল ছাত্র। কানফাটানো সেই চিৎকারে কান পাতা দায় কলেজ চত্ত্বরে। তারই মাঝখান থেকেই ছাত্রীটিও পালটা চেঁচিয়ে উঠল ‘আল্লাহু আকবর’ বলে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে কর্ণাটকের একটি কলেজে। পুরো ঘটনাটির ভিডিও ভাইরাল হয়েছে স্যোশাল মিডিয়ায়।

ভিডিওটিতে দেখা যায় স্কুটিতে করে কলেজে ঢুকছেন এক কলেজ ছাত্রী। বোরখা পরে রয়েছেন তিনি। কলেজ চত্ত্বরে ইতিমধ্যেই ভিড় করে রয়েছেন গেরুয়া উত্তরীয় পরা একদল ছাত্র। ছাত্রীটি স্কুটি রেখে ক্লাসের দিকে এগোতে গেলেই তাঁকে ঘিরে ধরে জয় শ্রীরাম ধ্বনি দিতে শুরু করে ওই ছাত্ররা। মেয়েটির একেবারে কাছে এসে কান ফাটানো চিৎকার করা হয়। এই সময়েই ঘুরে দাঁড়ান ওই ছাত্রী। হাত উপরে তুলে স্লোগানের ভঙ্গিতে আল্লাহু আকবর বলে চিৎকার করতে থাকেন তিনিও। এরপরই ঘটনাস্থলে এসে পড়েন কলেজ কর্তৃপক্ষ। তাঁরাই পরিস্থিতি সামাল নিয়ে ছাত্রীকে নিয়ে যান কলেজের ভিতরে। বেরিয়ে যেতে বলা হয় জয় শ্রীরাম ধ্বনি দেওয়া ছাত্রদেরকেও। ভিডিওটির শেষে দেখা যায় নিজের মাতৃভাষাতে পুরো ব্যাপারটি নিয়ে ক্যামেরার সামনে এসে অভিযোগ করছেন ওই ছাত্রী।

   

এই ভিডিও সামনে আসতেই চাঞ্চল্য ছড়ায় গোটা দেশে। তরুণীর পরিচয় নিয়ে রীতিমতো খোঁজখোঁজ পড়ে যায় চারিদিকে। জানা যাচ্ছে, ওই তরুণী কলেজ ছাত্রীর নাম মুসকান। কিন্তু সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘কলেজে ঢোকার মুখেই একদল ছেলে আমায় আটকায়। আমাকে বোরখা খুললে তারপরে কলেজে ঢুকতে দেবে বলে জানায় তারা। আমি আবার দ্বিতীয়বার সেখানে গেলে আমাকে ঘিরে জয় শ্রীরাম স্লোগান দিতে থাকে সবাই। আমিও তখন চিৎকার করে আল্লাহু আকবর বলি।’ তাঁর শিক্ষক এবং প্রিন্সিপাল ঘটনাস্থলে এসে তাঁকে ওই ছাত্রদের হাত থেকে উদ্ধার করেছেন বলেও জানান মুসকান।

প্রসঙ্গত হিজাব নিয়ে এই বিতর্কের সূত্রপাত হয়েছিল গত জানুয়ারি মাসে। কর্ণাটকের উদুপির একটি সরকারি গার্লস কলেজের ছয়জন শিক্ষার্থী অভিযোগ করেছিলেন, বোরখা  পরার জন্য তাঁদের ক্লাসে যেতে বাধা দেওয়া হয়৷ এই বিতর্ক ক্রমেই দেশজুড়ে ছড়িয়ে পড়ে দাবানলের মতন।

ঘটনাটির ভিডিও স্যোশাল শেয়ার করেছেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্বর। সেখানে ক্যাপশনে ‘নেকড়ে’ এই কথাটিই কেবল লেখেন অভিনেত্রী। এই হিজাব বিতর্কে মুসলিম মেয়েদের পাশে দাঁড়িয়েছেন নোবেল জয়ী মালালা ইউসুফজাইও। ভারতের অবস্থাকে ভয়াবহ বলে দাবি করে এই পরিস্থিতির প্রতিকার করার আবেদন জানিয়েছেন তিনি নেতাদের কাছে।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর