ভগবান রাম, লক্ষ্মণ, সীতার বেশে বিমান কর্মীরা! অযোধ্যায় মন্দির উদ্বোধনের আগে চমক Indigo’র

বাংলাহান্ট ডেস্ক : আগামী ২২ শে জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে। এখন গোটা দেশজুড়ে উন্মাদনা তুঙ্গে রাম মন্দির উদ্বোধনকে ঘিরে। ধর্মপ্রাণ হিন্দুরা এখন অপেক্ষায় রয়েছেন এই দিনটির। এখন গোটা দেশজুড়ে চলছে ‘রাম রাজত্ব।’ বিভিন্ন শোভাযাত্রা থেকে শুরু করে পোস্টার, এমনকি সমাজ মাধ্যমে চোখ রাখলেও দেখা যাচ্ছে রাম মন্দির নিয়ে উন্মাদনার ছবি।

এক কথায় ৮ থেকে ৮০, সবার মধ্যেই এখন ‘রাম ভাব।’ এই আবহে বাদ গেল না আকাশ পথও। সম্প্রতি ইন্ডিগো এয়ারলাইন্সের একটি অভিনব উদ্যোগ সমাজ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। সম্প্রতি দেখা গেল ইন্ডিগো বিমানের কর্মীদের ভগবান রাম, লক্ষ্মণ, সীতা এবং হনুমানের পোশাকে। সম্প্রতি সমাজ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে সেই ভিডিও।

আরোও পড়ুন : আইনের ছাত্র তাপস রায়ের বাড়িতে তল্লাশি চালাতেই চোখ কপালে ED’র! সম্পত্তি দেখলে ‘থ’ হয়ে যাবেন

আহমেদাবাদ এবং অযোধ্যার মধ্যে এয়ারলাইনটির উদ্বোধনী ফ্লাইটটি ফ্ল্যাগ অফ করার জন্য এই অভিনব পোশাকে অবতীর্ণ হন ইন্ডিগোর কর্মীরা। ইন্ডিগো কর্মীদের এই পোশাকে দেখে উচ্ছষিত হয়ে পড়েন সেখানে উপস্থিত যাত্রীরা, সঙ্গে সঙ্গে চারদিক মুখরিত হয়ে ওঠে হাততালিতে। বিমান সংস্থা ইন্ডিগো এই কাজের মাধ্যমে দিয়েছে ধর্মনিরপেক্ষতার বার্তা।

আরোও পড়ুন : ’12th Fail’ ছবিতে নজর কেড়েছেন পাণ্ডে! বাস্তবেও মনোজ শর্মার জীবনে তার প্রভাব জানলে শ্রদ্ধা আসবে

ভিডিওতে দেখা যাচ্ছে ভগবান রামের পোশাকে এক ইন্ডিগো কর্মী ফ্লাইট বোর্ডিং ঘোষণা করছেন। তার পাশে একজন দাঁড়িয়ে রয়েছেন লক্ষণের সাজে। কাছেই মা সীতার রূপে আরও এক কর্মীকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তাদের সামনে রামভক্ত হনুমানের পোশাকে মাথা নিচু করে হাত গুটিয়ে বসে থাকতে দেখা যায় আরো এক কর্মীকে।

https://twitter.com/Politics_2022_/status/1745790678083522660?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1745790678083522660%7Ctwgr%5E26b6ad0e3828b59f203d373fc855e56f4e79e433%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.indiatv.in%2Fviral%2Fnews%2Findigo-staff-dressed-as-lord-shri-ram-sita-laxman-and-hanuman-video-goes-viral-on-internet-2024-01-13-1015640

উপর থেকে যে ব্যক্তিকে রামের পোশাক পরে বোর্ডিং ঘোষণা করতে দেখা যাচ্ছে তার নাম হল দিলনাওয়াজ। কর্মীর নাম থেকে স্পষ্ট তিনি একজন মুসলমান। ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ একটি রাষ্ট্র। নানা ভাষা, নানা মতের মিলনক্ষেত্র আমাদের ভারতবর্ষ। Indigo সেই বার্তাই যেন তুলে ধরল তাদের এই কাজের মাধ্যমে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর