বাংলা হান্ট ডেস্ক: নিত্যদিন সমাজমাধ্যমের দৌলতে নিত্য রকমের ভাইরাল (Viral) ভিডিও দেখতে পাই। তবে এবার যে ভিডিও ভাইরাল হয়েছে তা দেখে রীতিমতো রেল কর্তৃপক্ষও নড়েচড়ে বসেছে। ২৫০ কিলোমিটার ট্রেনের চাকার ফাঁকে বসেই ভ্রমণ করেছেন এক তরুণ। আর সেই ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হতেই শোরগোল পড়ে যায়। উল্টোদিকে ভিডিওটি প্রকাশ্যে আসতেই বিবৃতি দিয়েছে রেল। তরুণের ওই দাবিকে বিভ্রান্তিকর, ভিত্তিহীন বলে জানিয়েছেন রেল কর্তৃপক্ষ।
ট্রেনের চাকার ফাঁকায় চড়ে ভ্রমণ ২৫০ কিমি পথ ভাইরাল (Viral) ভিডিও:
জানা গিয়েছে, বৃহস্পতিবার জবলপুর ঢোকার আগে দানাপুর এক্সপ্রেসের কামরাগুলির “আন্ডার-গিয়ার” পরীক্ষা করছিলেন রেলকর্মীরা। তখনই তার দেখতে পান এস৪ কামরার নীচে এবং ঠিক রেলের চাকার ফাঁকে এক তরুণ লুকিয়ে রয়েছেন। দেখামাত্রই সঙ্গে সঙ্গে তাকে বাইরে বেরোতে বলা হয়। তাকে জিজ্ঞাসা করলে তিনি জানান, ইটারসী থেকে ট্রেনে চড়েছিলেন। পাশাপাশি ওই তরুণ দাবি করেন, ২৫০ কিলোমিটার তিনি ট্রেনের চাকার ফাঁকে বসে সফর করেছেন। আর সেই ভিডিওই সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। (এই ভিডিওর সত্যতা যাচাই করেনি বাংলা হান্ট)
जान जोखिम में डालक शख्स कर रहा था ट्रेन का सफर,युवक के खतरनाक और जानलेवा सफर का वीडियो आया सामने,बोगी के नीचे बनी ट्रॉली में छुपकर युवक ने तय किया 250 किलोमीटर का सफर,ट्रेन नं.12149,#railmin #wcr #jabalpur #AshwiniVaishnaw pic.twitter.com/pnoDgyFi0X
— Journalist Rajesh Vishwakarma (@rajeshjbp63101) December 26, 2024
ভিডিও প্রকাশ্যে আসতেই বিবৃত জারি রেলের: ভিডিওটি ভাইরাল (Viral) হতেই রীতিমতো হইচই পড়ে গিয়েছে। শুধু নেট নাগরিকরাই নয় একই সাথে অবাক হয়েছেন রেল কর্তৃপক্ষ। একই সাথে ওই তরুণের দাবির উপর ভিত্তি করে বিবৃতি জারি করেছে। বিবৃতিতে জানানো হয়েছে, তরুণ যা বলেছেন সমস্তটাই বিভ্রান্তিকর। কারণ অ্যাক্সেল সেটের কারণে ট্রেনের চাকার ফাঁকে বসা অসম্ভব বিষয়।
আরও পড়ুনঃ ‘ছাড়ব না..,’ নিজের ওপর হামলার আশঙ্কা নিয়ে কি বললেন শুভেন্দু অধিকারী?
আসলে অ্যাক্সেল সেট হচ্ছে একটি ধাতব রড। যা ট্রেনের দুদিকে চাকাকে সংযুক্ত রাখে। পাশাপাশি দুটি চাকা একই গতিতে ঘুরছে কিনা তাও নির্ধারণ করে। ফলে অ্যাক্সেল সেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর ট্রেন চলার সময় এই ধাতব রডটি একই গতিতে ঘুরতে থাকে। যার ফলে ট্রেনের ফাঁকা স্থানে বসা অসম্ভব বিষয় বলে দাবি করছেন রেল কর্তৃপক্ষ। যদিও ভাইরাল (Viral) হওয়া ভিডিওর মাধ্যমে জানা গিয়েছে ওই তরুণটি নাকি মত্ত অবস্থায় ছিল। ফলে তার সেই দাবি আদৌ সত্য কিনা সে কথা বলা মুশকিল।
আরও পড়ুনঃ IPL-এ ফের চ্যাম্পিয়ন হবে KKR! শাহরুখের হাতে ট্রফি তুলে দেবেন কলকাতার এই ৩ প্লেয়ার
তরুণকে মানসিক ভারসাম্যহীন বলে দাবি রেলের: বিবৃতিতে রেল আরো জারি করে, ” ভাইরাল (Viral) ভিডিয়োতে যে তরুণকে দেখা গিয়েছে তিনি মানসিক ভাবে ভারসাম্যহীন। চাকার ফাঁকে বসেই ২৫০ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার যে দাবি তিনি করেছেন, তা ভিত্তিহীন। ট্রেনের অ্যাক্সেল সব সময় চলতে থাকে। যার ফলে কারও পক্ষে তার উপর বসা অসম্ভব। তরুণের দাবি বিভ্রান্তিকর।”
যদিও গোটা বিষয়টি তদন্তের আওতায় রয়েছ। এমনকি ওই তরুণের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানা যায়। তবে ভাইরাল (Viral) ভিডিওটি বর্তমানে সমাজ মাধ্যমে বেশ প্রভাব ফেলেছে। বিষয়টি সত্যতা জানা না গেলেও তার এই কাহিনী শুনে হতবাক নেট নাগরিকরা।