ট্রেনের কামরায় দৃষ্টিহীন ব্যক্তির অপূর্ব সুন্দর গান, ভাইরাল ভিডিও দেখে প্রশংসায় নেটিজেনরা

বাংলা হান্ট ডেস্কঃ হাতের মুঠোয় একটা মোবাইল থাকার দৌলতে গোটা দুনিয়াটাই যেন এখন আমাদের মুঠোয় বন্দী। সেইসঙ্গে ভাইরাল ভিডিও (viral video) যেন এখন আমাদের নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে। কোন ভিডিও একবার যদি নেটনাগরিকদের মনে ধরে যায়, তাহলে তা ভাইরাল হতে বেশি সময় লাগে না।

বর্তমান সময়ে যেমন স্যোশাল মিডিয়া কাপাচ্ছেন বীরভূমের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর। তাঁর নিজের লেখা, সুর দেওয়া এবং গাওয়া ‘কাঁচা বাদাম’ গান বর্তমানে সকলের মুখে মুখে ছড়িয়ে গিয়েছে। সেইসঙ্গে নেটদুনিয়ায় রিলস থেকে শুরু করে বিভিন্ন মজাদার ভিডিও সবেতেই এখন বাজার কাপাচ্ছেন ভুবনবাবু।

এর আগে নেটদুনিয়ায় ছেয়ে গিয়েছিল শ্রীলঙ্কার গায়িকার গাওয়া গান ‘মনিকা মাগে হিতে’। ভাষা না বুঝলেও, গানের সুর এবং গায়িকার গলার মাধুর্য্য সকলের মন ছুঁয়ে গিয়েছিল। তেমনই এবারে আবারও ভাইরাল হল ভুবনবাবুর মতই আরও এক সাধারণ মানুষের গানের ভিডিও।

হাওড়া থেকে দুপুর ১২ টা ১৫ মিনিটের ট্রেনে এক ব্যক্তিকে গান গাইতে দেখে তা ক্যামেরা বন্দী করে নেন কোন এক ব্যক্তি। আর সেটাই পরবর্তীতে শেয়ার করে নেন স্যোশাল মিডিয়ায়। যা মুহূর্তেই মানুষের মন ছুঁয়ে যায়। সেইসঙ্গে মুহূর্তেই এই ভিডিও ভাইরাল হয়ে যায় স্যোশাল মিডিয়ায়।

তবে এই ভিডিওতে দেখা যায়, সে ব্যক্তি গানটি গাইছেন তিনি ট্রেনের মধ্যে ঘুরে ঘুরে গান গাইছেন এবং ভিক্ষা করছেন। কারণ ভিডিও দেখে মনে হচ্ছে ওই ব্যক্তি চোখে দেখতে পান না। কিন্তু চোখে দেখতে না পেলেও, তাঁর গানের গলা অসাধারণ। ‘অমর শিল্পী তুমি কিশোর কুমার’- তাঁর এই গানের গলাই মন ছুঁয়ে গিয়েছে নেটিজনদের।


Smita Hari

সম্পর্কিত খবর