বাংলা হান্ট ডেস্ক: ভ্রমণ পিপাসুদের সর্বদা অ্যাডভেঞ্চারের প্রয়োজন। সে পাহাড় হোক কিংবা সমুদ্র। বিভিন্ন রকমের ট্র্যাকিং, রাইডিং, ড্রাইভিং ইত্যাদির মত রোমাঞ্চকর অভিজ্ঞতা অর্জন করেন। তবে এই স্কাই ডাইভিং, প্যারাসুট ড্রাইভিং, হর্স রাইডিং এগুলো তো আজকাল বাচ্চাদের খেলা হয়ে উঠেছে। কারণ এক ব্যক্তি সমুদ্র ভ্রমণ করতে গিয়ে যা ঘটনা ঘটিয়েছেন তা দেখে এগুলো আপনাদের কাছে তুচ্ছ মনে হবে। সমুদ্র সফরের জন্য তিনি বোট কিংবা ক্রুজ নয়, চড়ে বসলেন হাঙরের (Shark) উপর। বিষয়টি শুনে অবাক লাগলেও সমাজ মাধ্যমে এমনই ঘটনা উঠে এসেছে।
হাঙরের (Shark) পিঠে চড়ে সমুদ্র ভ্রমণ তরুণের:
সম্প্রতি সমাজ মাধ্যমে একটি ভিডিও তুমুল ভাইরাল হচ্ছে। ভিডিওটি দেখে নেট নাগরিকরা রীতিমত শিহরিত। ভিডিওতে দেখা যাচ্ছে কয়েকজন বন্ধু মিলে সমুদ্র ভ্রমণে বেরিয়েছেন। চারিদিকে নীল জল দেখে বোঝা যাচ্ছে তাদের জাহাজটি মাঝ সমুদ্রে রয়েছে। জাহাজের চারপাশে ঘুরে বেড়াচ্ছে দু-তিনটে দৈত্যাকার রূপী হাঙর (Shark)। উল্টোদিকে ওই জাহাজে বসে থাকা এক ব্যক্তি হাঙরের (Shark) পিঠে চড়ে বসলেন।
This is so stupid and dangerous
Don’t try this ‼️ pic.twitter.com/Ka87pxFwll— Nature is Amazing ☘️ (@AMAZlNGNATURE) November 15, 2024
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, জাহাজের কিনারায় বসে ছিলেন এক ব্যক্তি। তিনি মূলত মাঝ সমুদ্রে নামার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু তখনই তার জাহাজের সামনে একটি হাঙর চলে আসে। তাই তিনি নামতে গিয়েও পিছিয়ে পড়েন। এরপর আবার জাহাজের উল্টো দিকের কিনারায় আসেন ঝাঁপ দেওয়ার জন্য। তখন আরো একটি হাঙরকে (Shark) সমুদ্রের মধ্যে ভেসে বেড়াতে দেখা যায়। আর ওই হাঙরটি একদম জাহাজের গায়ের কাছেই ছিল।
আরও পড়ুনঃ হিন্দিতে তো ব্লকবাস্টার, বাংলায় ‘অ্যানিম্যাল’ তৈরি হলে কারা হতেন নায়ক নায়িকা? কাস্টিং রেডি
তাই তিনি সময় নষ্ট না করে ঝাঁপ দিয়ে হাঙরের (Shark) উপরই চড়ে বসেন। এরপর দেখা যায় হাঙরের পিঠে চড়ে একটু একটু করে এগিয়ে যাচ্ছেন এবং সমুদ্র ভ্রমণও সেরে নিচ্ছেন। উল্টোদিকে তার সাথে থাকা বন্ধুরা হই হই করে চিৎকার করে চলছেন। যদিও তাদের ভাষা সঠিকভাবে বোঝা যায়নি তাই কি বলছেন সে কথাও স্পষ্ট নয়।
আর এই ভিডিওটাই সমাজ মাধ্যমে পোস্ট করা হয়। ভিডিওটি পোস্ট করা হয়েছে, “Nature is amazing” নামের এক্স হ্যান্ডেলের একটি অ্যাকাউন্ট থেকে। ভিডিও ক্যাপশনে লেখা, “এটি অত্যন্ত বোকামির কাজ এবং বিপজ্জনক। ভুলেও এই কাজ করার চেষ্টা করবেন না।” অর্থাৎ ভিডিওর মাধ্যমে সতর্কবার্তা দেওয়া হয়েছে। যদিও সমাজ মাধ্যমে এটি পোস্ট করার পর ভিডিওটিতে মিলিয়ন মিলিয়ন ভিউজ এসে গিয়েছে। সেই সাথে উঠেছে মন্তব্যের ঝড়।
আরও পড়ুনঃ আপনার সাধের Orange অরিজিনাল নাকি নকল? কমলালেবু কিনতে গিয়ে নাজেহাল? চিনুন সহজেই
কেউ কেউ বলেছেন “সতর্কতা অবলম্বন করা উচিত ছিল”, আবার কেউ বলেন “এটি সার্ক নয় হোয়েল সার্ক”। আবার কেউ বলেন “অতিরিক্ত স্মার্টনেস দেখাচ্ছেন, পরবর্তীতে বিপদে পড়তে হতে পারে।” আবার কেউ বলেন “এটি সত্যিই অত্যন্ত বিপদজনক।” উল্টোদিকে আবার কিছু নেট জনতা মন্তব্য করেছেন, প্রকৃতির সাথে এমন ব্যবহার করা উচিত নয়। তাদের মতে এটি হোয়েল সার্ক, এদের উপর অত্যাচার করা নিয়ে প্রতিবাদ জানিয়েছে অনেক নেট নাগরিকরা।