বাংলাহান্ট ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় প্রতিদিনই কোনও না কোনও ঘটনা বা ভিডিও ভাইরাল হয়। অনেক সময় এই ভিডিওগুলি হয় প্রতিভার আত্ম বিকাশের একটি মাধ্যম, আবার অনেক সময় কিছু মজাদার ঘটনা ভাইরাল হয়ে থাকে। পৃথিবীর যেকোনও প্রান্তের জিনিস আজকাল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কোনও ব্যাপার না।
প্রযুক্তি নির্ভর যুগে দ্রুত সমাজ মাধ্যমে ভাইরাল হয়ে যাচ্ছে অনেক কিছুই। সম্প্রতি এমন একটি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে যেটি দেখে অনেকেই অবাক হয়ে গেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে একটি চলন্ত ট্রাকের দরজায় ঝুলছেন এক ব্যক্তি। যে মুহূর্তে এই ভিডিওটি তোলা হয়েছিল সেই মুহূর্তে ওই ব্যক্তিটি ট্রাকের দরজায় ঝুলছিলেন এবং তিনি ট্রাকচালককে অনুরোধ করছিলেন গাড়ি থামানোর জন্য।
আরোও পড়ুন : এবার থেকে বোর হওয়ার নো চান্স! মেট্রোর কামরায় আসল নয়া চমক
ওই ব্যক্তির অনুরোধ সত্বেও ট্রাকচালক গাড়ি থামাননি। এই ঘটনা সামনে আসার পর রীতিমতো আঁতকে উঠেছেন অনেকে। কিন্তু ঠিক কী কারণে ঘটেছে এই ঘটনা? জানা যাচ্ছে ওই ট্রাক চালক টোল দেননি, এরপর টোলা আদায়কারী ওই চালকের লরির দরজায় উঠে পড়েন। সেই সময় চালক ট্রাক চালাতে শুরু করলে ওই ব্যক্তিটি দরজায় ঝুলতে থাকেন।
Mera Desh badal raha hai
Truck waley ne toll nahi diya phirpic.twitter.com/QcWhbsn0Kx
— Kungfu Pande
(Parody) (@pb3060) September 28, 2023
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X (আগের টুইটারে) এ কুংফু পান্ডে নামে একটি অ্যাকাউন্টে শেয়ার করা হয়েছে এই ভিডিওটি। ভিডিওটির সাথে ক্যাপশনে লেখা হয়েছে যে ট্রাক চালক টোল না দেওয়ার পরে এটি ঘটেছে। ভিডিওটি এখনো পর্যন্ত দেখে ফেলেছেন কয়েক হাজার মানুষ। একাধিক মন্তব্যে ভরে উঠেছে কমেন্ট বক্স।