বাবা টিফিন খাচ্ছিলেন অফিসে বসে, হঠাৎ UPSC’র রেজাল্ট হাতে হাজির ছেলে! তারপর…ভাইরাল ভিডিও

বাংলাহান্ট ডেস্ক : বাবা অফিসের কাজের ফাঁকে টিফিন করছিলেন। তখনই প্রবেশ করলেন ছেলে। বাবাকে বললেন, আমি সফল হয়েছি ইউপিএসসিতে। তারপরই ছেলেকে আনন্দে জড়িয়ে ধরলেন বাবা। সেই আনন্দের মুহূর্ত বন্দি হল ফোন ক্যামেরায়। একা রাশ আনন্দ নিয়ে যুবক বলে উঠলেন, এই দিনটার জন্যই দু বছর ধরে পরিশ্রম করছি।

আইআইটি রুরকির স্নাতক ক্ষিতিজ গুরভেলে উত্তীর্ণ হয়েছেন UPSC পরীক্ষায়। পরীক্ষার ফলাফল জানাতে তিনি সোজা গিয়ে হাজির হন বাবার অফিসে। সেই সময় তার বাবা অন্যান্য সহকর্মীদের সাথে টিফিন খাচ্ছিলেন। সিভিল সার্ভিস পরীক্ষায় (সিএসই) ৪৪১ স্থান অর্জন করেছেন এই যুবক। পরীক্ষার ফলাফল জানানোর জন্য এই যুবকটি সোজা চলে গিয়েছিলেন তার বাবার অফিসে।

আরোও পড়ুন : দীঘায় এবার ডবল মজা! শুরু হল দুর্দান্ত এই পরিষেবা, গরমে বেড়াতে গেলেও ফুরফুরে হয়ে যাবেন

তিনি যে সময় অফিসে যান সেই সময় সেখানে টিফিন ব্রেক চলছিল। ছেলেকে অফিসে আসতে দেখে খানিকটা অবাক হয়ে যান বাবা। ছেলের উদ্দেশ্যে তিনি বলে ওঠেন, কী ব্যাপার? রসিকতার সুরে গুরভেলে বলেন, “কোই পদাধিকারী আতা হ্যায় তো উঠনা চাহিয়ে হ্যায় না? (ঊর্ধ্বতন কর্মকর্তা এলে উঠে দাঁড়াতে হয়, তাই না?)

আরোও পড়ুন : এবার তিন হাজার টাকা করে মিলবে লক্ষীর ভান্ডারে! ভোটের আগেই হয়ে গেল বড়সড় ঘোষণা

ভিডিওতে দেখা যায় এই কথা শুনে আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠেন যুবকের বাবা। জাপটে জড়িয়ে ধরেন ছেলেকে। জড়িয়ে ধরে স্নেহ চুম্বন করেন। সুন্দর এই মুহূর্তের সাক্ষী থাকতে পেরে উচ্ছ্বসিত হয়ে ওঠেন সহকর্মীরাও। তারাও শুরু করেন উন্মাদনা। সব মিলিয়ে বলা যায়, খুশিতে ফেটে পড়েন সকলেই।

সোশ্যাল মিডিয়ায় এখন বেশ ভাইরাল হয়েছে এই ভিডিওটি। ইনস্টাগ্রামে ক্ষিতিজ গুরভেলে লিখেছেন, UPSC 2023 ফলাফল এভাবেই আমি দিয়েছি বাবাকে। বাবা সহকর্মীদের সাথে অফিসে মধ্যাহ্নভোজ করছিলেন। এই মুহূর্তটার জন্য দু’বছর পরিশ্রম করেছি। মা , বাবা এবং দিদির কাছে চিরকৃতজ্ঞ আমি।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর