বাংলাহান্ট ডেস্কঃ বর্তমান দিনে স্যোশাল মিডিয়ার দৌলতে সবকিছুই মানুষ ঘরে বসেই দেখতে পায়, তা সে ভাইরাল ভিডিও (viral video) হোক, কিংবা কোন সার্কাস। এই সার্কাসের কথা বলতেই মনে পড়ে যায়, নানা পশুর নানা রকম খেলা দেখানোর কথা। প্রশিক্ষণরত পশুদের এনে কতই না মজাদার করে পরিবেশিত হত সার্কাস।
বর্তমানে আইন অনুযায়ী, বিনোদনের জন্য পশুদের ব্যবহার করা অপরাধ হিসেবেই গণ্য হয়। তবে আজকের দিনে স্যোশাল মিডিয়ায় এক হাতির একটি নাচের দৃশ্য ব্যাপকহারে ভাইরাল হয়েছে। সেটি কিন্তু কোন সার্কাস থেকে নয়, কর্ণাটকের কোদিয়াক মন্দিরের লক্ষীর(হাতি) ভিডিও।
প্রথমেই দেখা নিন সেই ভিডিও-
View this post on Instagram
ভিডিওতে যে হাতিটিকে দেখতে পাওয়া যাচ্ছে, সে কর্ণাটকের কোদিয়াক মন্দিরে থাকে। নাম লক্ষী। কেদারনাথ সিনেমার হিট গান ‘নামো নামো শংকরার’ গানের তালে শুঁড় দুলিয়ে বেশ খোশমেজাজেই নাচতে দেখা যাচ্ছে সেই হাতিকে। চারপেয়ী পশু হলেও, এই হাতির মধ্যে সুরবোধ রয়েছে অসাধারণ। কি সুন্দর গানের তালে তালে নাচতে দেখা যায় তাঁকে।
স্যোশাল মিডিয়ায় এই দৃশ্যের ভিডিও শেয়ার হতেই মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। সেইসঙ্গে এই হাতির নাচ হৃদয় ছুঁয়ে গিয়েছে নেটনাগরিকদের।