বাংলাহান্ট ডেস্কঃ ভারতে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই, দেশের বিভিন্ন প্রান্তের নানা হাসপাতাল থেকে হাহাকারের বিভিন্ন ভাইরাল ভিডিও (viral video) ছড়িয়ে পড়েছিল নেটদুনিয়ায়। চিকিৎসা ক্ষেত্রে নানা সমস্যার সম্মুখীন হচ্ছিলেন চিকিৎসাকর্মীরা। সাহায্য চাইতেই ভারতের পাশে দাঁড়ায় বহির্বিশ্বের নানা প্রতিবেশি দেশ থেকে শুরু করে বন্ধু দেশ সমূহ।
বর্তমান সময়ে লকডাউন জারি করার পর সংক্রমণের হার কিছুটা কমলেও, মানুষের মধ্যে যেন কোন হেলদোলই নেই।
করোনা রুখতে লকডাউন জারী করা হলেও, তাতেও যেন কোন ভ্রূক্ষেপ নেই মানুষের। লকডাউনের বিধি নিঃশেষ অমান্য করেই প্রয়োজনে অপ্রয়োজনেই বেরিয়ে পড়ছেন রাস্তা ঘাটে।
#Watch: Two youths are seen doing a 'Nagin' dance on the road by the police in #Rajasthan, purportedly for flouting the #lockdown by roaming around, as per a viral video. pic.twitter.com/GnZGGFAyKw
— IANS (@ians_india) May 16, 2021
অন্যদিকে লকডাউনের মধ্যে অসচেতন মানুষের মধ্যে হুশ ফেরাতে কড়া মুডে রয়েছে প্রশাসন। সাধারণ মানুষের কোন ভুল হলেও, তাঁদের হাত থেকে কিন্তু পার পাওয়া দায় হয়ে পড়েছে। বিভিন্ন অভিনব ভঙ্গিতে হুশ ফেরানোর চেষ্টা করে চলেছেন মানুষের। এরকমই একটি ঘটনা ঘটতে দেখা গেল রাজস্থানের ঝলাওয়ার জেলার।
সম্প্রতি স্যোশাল মিডিয়ায় একটি ভিডিও ব্যাপকহারে ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায়, রাস্তার মাঝখানে দুই ব্যক্তিকে নাগিন ডান্স করাচ্ছেন পুলিশকর্মীরা। এটি কিন্তু একেবারেই কোন আনন্দের বহিঃপ্রকাশ নয়। আসলে লকডাউনের সময় তাঁদের রাস্তায় ঘোরাঘুরি করতে দেখে ওই এলাকায় টহলরত পুলিশকর্মীরা। বাইরে বেরোনোর কারণ জানতে চাইলে, তাঁদের থেকে কোন সদুত্তর পাওয়া যায়নি। আর এই সংক্রমণের পরিস্থিতিতে অসেচতন নাগরিকের হুশ ফেরাতে এই অভিনব শাস্তি দিলেন পুলিশকর্মীরা। নেটদুনিয়ায় এই ভিডিও ছড়িয়ে পড়তেই তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।