১২ বছর বয়সে দ্বাদশ শ্রেণী পাশ করে কলেজে এডমিশন নিল তনিষ্কা, তৈরি করল এশিয়া রেকর্ড

সাফল্যের সাথে বয়স এর সম্পর্ক সমানুপাতিক ব্যাস্তনুপাতিক নয়, দুর্দান্ত কাজের মধ্যে দিয়ে তা প্রমান করল মধ্যপ্রদেশের তনিষ্কা। ইন্দোরের এই কন্যা ১৩ বছর বয়সে বিএ তে এডমিশন নেওয়া ছাত্রীতে পরিণত হয়েছে। তনিষ্কা ১১ বছর বয়সে মাধ্যমিক পাস করেছে। ১২ বছর বয়সে ১২ শ্রেণী পাস করে এশিয়া বুক অফ এয়ার্ড এর সম্মান নিজের নামে করে নিয়েছে।

জানিয়ে দি, তনিষ্কা তার মা অনুভার সাথে থাকে। তনিষ্কার বাবা কিছু সময় আগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। B.A এর সাইকোলজি বিভাগে তনিষ্কা ভর্তি হয়েছেন। উপাচার্য ও উচ্চশিক্ষা বিভাগের অনুমতির দ্বারা ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

চোখে কাপড় বেঁধে লেখার দক্ষতেও বেশ তৎপর তনিষ্কা। তনিষ্কা বলেছেন, উনার বাবর স্বপ্ন ছিল যে তার মেয়ে কিছু করে দেখাক। ১১ বছর বয়সে বিশেষ অনুমতি নিয়ে মালওয়া কন্যা বিদ্যালয় থেকে প্রাইভেট ফর্ম পূরণ করে তনিষ্কা দশম ফাস্ট ক্লাস পেয়ে শ্রেণী পাস করে। এরপর দ্বাদশ শ্রেণীতেও তনিষ্কা প্রাইভেট ফর্ম পূরণ করে ফাস্ট ক্লাস পেয়ে পাশ করে।

তনিষ্কা বলেছেন যে সে তার বাবার স্বপ্ন পূরণ করার জন্য লাগাতার কাজ করছে। তনিষ্কা বিএ এলএলবি করতে চেয়েছিল কিন্তু সে অনুমতি পায়নি। তবে সে বিএ তে এডমিশন নিয়েছে। তনিষ্কার বেশকিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।


সম্পর্কিত খবর