বাংলা হান্ট ডেস্কঃ বেশ কয়েকদিন ধরেই রাজ্যের (West Bengal) মানুষ বিশেষ করে উপকূলবর্তী এলাকার মানুষ প্রমাদ গুনছিল কবে ইয়াস (Yaas Cyclone) এসে আছড়ে পড়বে এলাকায়। অবশেষে শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াস আসল ঠিকই, কিন্তু বাংলায় তেমন প্রভাব ফেলতে পারল না। ঘূর্ণিঝড় ইয়াস পথ পরিবর্তন করে ওড়িশার বালাসোর হয়ে ঝাড়খণ্ডের দিকে এগোচ্ছে ধীরে ধীরে। তবে ঘূর্ণিঝড়ের শক্তি যতটা আন্দাজ করা হয়েছিল, তাঁর থেকে একটু কম শক্তি নিয়েই উপকূলে আছড়ে পড়েছে।
তবে ঘূর্ণিঝড়ের শক্তি যতই কম হোক না কেন, পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকা লণ্ডভণ্ড করেছে। বিশেষ করে দিঘায় ঘূর্ণিঝড়ের ব্যাপক তাণ্ডব দেখা গিয়ছে। এছাড়াও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় বেশ ক্ষয়ক্ষতি হয়েছে এই ঘূর্ণিঝড়ের কারণে। অজস্র বাধ ভেঙে এলাকায় জল ঢুকে গিয়েছে। জল ঢুকে যাওয়ার ফলে এলাকার মানুষ আশ্রয় ছাড়া হয়েছেন।
আর এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল (Viral Video) হচ্ছে, যা দেখে মানুষ হাসবে না কাঁদবে সেটা বোঝা দায়। ভিডিওটি কবেকার সেটা আমাদের পক্ষে জানা সম্ভব হয়নি। তবে এটুকু বোঝা গিয়েছে যে ভিডিওটি সমুদ্র তীরবর্তী এলাকার। ভিডিও দেখে বোঝা যাচ্ছে যে, সমুদ্রের তীরের একটি পার্কে থাকা ওই যুবক একটি দোলনায় দোল খাচ্ছে।
এর থেকে শান্তি আর কোথাও নেই হয়ত pic.twitter.com/MbgaV52CXV
— Bangla Hunt (@BanglaHunt) May 26, 2021
ভিডিওতে পার্কের চারিদিকে ব্যাপক জলরাশি দেখা যাচ্ছে। জলে হালকা ঢেউও দেখা যাচ্ছে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় তুমুল হারে ভাইরাল হচ্ছে। আপনিও দেখে নিন ভিডিওটি