বাংলা হান্ট ডেস্কঃ পয়গম্বর মহম্মদকে নিয়ে প্রাক্তন বিজেপি মুখপাত্র নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরে উত্তাল হয়ে রয়েছে সমগ্র দেশ। এমনকি দিল্লির সেই কাণ্ডের প্রভাব দেখা গিয়েছে আমাদের বাংলায়। হাওড়া সহ একাধিক প্রান্তে বিক্ষোভ ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। প্রতিদিন রাস্তা অবরোধ, গাড়ি ভাঙচুর সহ একাধিক ঘটনায় নাজেহাল হয়ে পড়েছে মানুষ। তবে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে বেশ কয়েকজন বিক্ষোভকারীদের ধরা হলে তাদের বক্তব্য সকলকে চমকে দিয়েছে।
রাস্তায় রাস্তায় অবরোধ করে চলেছে তারা। কারণ একটাই, মহম্মদকে নিয়ে নূপুর শর্মার বিতর্কিত মন্তব্য। তবে বিজেপি নেত্রী কি মন্তব্য করেছিলেন, তা সম্পর্কে কোনকিছুই জানে না তারা। অথচ করে চলেছে আন্দোলন। সম্প্রতি ভাইরাল ভিডিওয় এহেন দৃশ্য উঠে এসেছে।
বিগত বেশ কয়েকদিনে হাওড়া, মুর্শিদাবাদ এবং নদিয়ার বিভিন্ন প্রান্তে বিক্ষোভে সামিল হয়েছে অসংখ্য মানুষ। পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা, ইট এবং পাথর ছোঁড়া, রাস্তা অবরোধ ও রেললাইনে আগুন জ্বালিয়ে দেওয়ার মতো ভয়ঙ্কর ঘটনা ঘটিয়ে চলেছে তারা। এর মাঝে এদিন বেশ কয়েকজন বিক্ষোভকারীদের আন্দোলন প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তাদের বক্তব্য, “মহম্মদকে নিয়ে বাজে মন্তব্য করেছে নূপুর শর্মা। সেই কারণে আমরা আন্দোলন করে চলেছি।” তবে পরবর্তীকালে যখন নেত্রীর মন্তব্য প্রসঙ্গে জিজ্ঞাসা করা হয়, তখন তাদের মধ্যে থেকে কেউই দিতে পারেনা উত্তর। এক ব্যক্তি জানায়, “কি মন্তব্য করেছে, তা জানি না।”
ফলে যে বিতর্কিত মন্তব্যের জন্য তারা ক্রমশ আন্দোলন করে চলেছে, সেই সম্পর্কে না জানার প্রসঙ্গটি সকলকে অবাক করে দেয়। ভিডিওটি ভাইরাল হওয়ার পরেই বহু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা কমেন্ট বক্সে নিজেদের ক্ষোভ উগরে দেয়। তবে এসকল মাঝে বাংলায় কবে এই বিক্ষোভের অন্ত ঘটে আবার শান্ত পরিবেশ বিরাজ করবে, সেটাই দেখার।