মূর্তি অসম্মানের ঘটনায় প্রতিবাদ, পুলিশের সামনেই হিন্দু নেতাকে গুলি করে খুন! প্রশ্নের মুখে পঞ্জাবের আইনশৃঙ্খলা

বাংলা হান্ট ডেস্কঃ ফের একবার হত্যার ঘটনা পঞ্জাবে (Punjab)। শিবসেনা (Shiv Sena) নেতা সুধীর সুরিকে (Sudhir Soori) গুলি করে হত্যা করার ঘটনায় ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা রাজ্যে। এই ঘটনায় ইতিমধ্যেই আম আদমি পার্টি (Aam Aadmi Party) সরকার এবং পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে (Bhagwant Mann) উদ্দেশ্য করে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিরোধী দলগুলি।

এক্ষেত্রে জনসমক্ষে কিভাবে এক রাজনৈতিক নেতাকে গুলি করে হত্যা করা হলো, সেই বিষয়ে প্রশ্ন তুলে প্রশাসনকে কাঠগড়ায় তুলেছে বিজেপি, শিবসেনা এবং কংগ্রেসের মতো দলগুলি। সূত্রের খবর অনুযায়ী, হিন্দু মূর্তি অসম্মান করার প্রতিবাদে এদিন শিবসেনা নেতা সুধীর সুরি বিক্ষোভ প্রদর্শন করেন। এক্ষেত্রে অমৃতসরের গোপাল মন্দিরের বাইরে বিক্ষোভ চলাকালীন ভিড়ের মধ্যে আচমকাই শিবসেনা নেতাকে গুলি করে পালায় দুষ্কৃতীর দল। পরবর্তীতে জখম অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে প্রাণ হারান সুধীর।

একটি ভিডিও ফুটেজে শিবসেনা নেতাকে গুলি করতে দেখা গিয়েছে। পরবর্তীতে তদন্ত শুরু করা হলেও ইতিমধ্যে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে বিরোধী দলগুলি। এক্ষেত্রে এক প্রত্যক্ষদর্শী জানান, “বিক্ষোভ প্রদর্শন করার সময় একটি গাড়ি থেকে দুইজন ব্যক্তি নামে এবং পরবর্তীতে শিবসেনা নেতাকে গুলি করে পালায় তারা।” এক্ষেত্রে মোট পাঁচটি গুলি করা হয়। সূত্রের খবর অনুযায়ী, সুধীর সুরির মাথায়, কাঁধে এবং হার্টে গুলি লাগার কারণে প্রাণ হারান তিনি।

ওই প্রত্যক্ষদর্শী আরো বলেন, “শিবসেনা নেতার ওপর গুলি চালানোর পর সেখান থেকে পালায় দুষ্কৃতীরা। এই ঘটনায় পুলিশ সামনে থেকে দাঁড়িয়ে সবকিছু দেখলেও কিছু করেনি তারা।” শিবসেনা নেতাকে গুলি করার ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা রাজ্যে। শিবসেনা নেতৃত্বের দাবি, “আম আদমি পার্টি সরকারের আমলে পঞ্জাবে আইন শৃঙ্খলা বলে কিছুই নেই। নৈরাজ্যের ঘটনা দিনের পর দিন বেড়ে চলেছে।” একই সঙ্গে বিজেপি এবং কংগ্রেসের মতো দলগুলোও এই ঘটনার নিন্দায় সরব হয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি শিবসেনা নেতা সুধীর সুরিকে একটি মামলায় গ্রেফতার করে পঞ্জাব পুলিশ আর সেই ঘটনার কয়েক মাসের মধ্যেই জনসমক্ষে শিবসেনা নেতাকে খুন করার ঘটনায় রাজ্য সরকারের ওপর চাপ আরো বুদ্ধি পেল বলেই মত বিশেষজ্ঞদের।


Sayan Das

সম্পর্কিত খবর