ভাইরাল ভিডিও : প্রাণায়াম করছে ছোট্ট কাঠবেড়ালি, নেটপাড়া বলল বাবা রামদেবের পোষ্য

বাংলাহান্ট ডেস্কঃ যোগ গুরু বাবা রামদেবকে চেনে না এমন মানুষ হয়তো ভূভারতে নেই৷ আমরা কমবেশি সকলেই নিদেন পক্ষে রামদেবের প্রাণায়মের ভিডিও দেখেছি। এবার বাবা রামদেবের মতই প্রাণায়ম করে ভাইরাল (viral) হল এক কাঠবেড়ালি।

20200622 162731

বর্তমান যুগ সামাজিক মাধ্যমের যুগ। স্মার্ট ফোনে ধারন যে কোনো ছবি বা ভিডিও সারা বিশ্বের সাথে ভাগ করে নেন নেট পাড়ার বাসিন্দারা। আর সেই ভাইরাল ছবি বা ভিডিও এর জেরেই রাতারাতি তারকা বা খলনায়ক বনে যায় যে কেউ। আবার কোনো কোনো ভিডিও ও ছবি যেমন নেটপাড়াকে ভাবিয়ে তোলে তেমনই অনেক পোস্ট খারাপ সময়েও মন ভাল করে দেয়। তেমনই একটি মন ভাল করে দেওয়া ভিডিও এবার নেটপাড়ায় ভাইরাল।

কয়েক সেকেন্ডের ছোট্ট এই ভিডিওতে একটি ধূসর রঙের কাঠবেড়ালিকে প্রাণায়ম করতে দেখা যায়। সে যেন ঠিক নিয়ম মেনে অনুলোম বিলোম করছে৷ মিষ্টি এই কাঠবেড়ালির ভিডিও মুহুর্তে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। শেয়ার হওয়ার পর থেকেই নেট পাড়ায় হু হু করে বেড়েছে লাইক, কমেন্ট শেয়ারের সংখ্যা। ইতিমধ্যেই ৯০০০ এর বেশী লোক দেখে ফেলেছে এই ভিডিও।

বলা বাহুল্য ছোট্ট প্রানীটির এই যোগ ব্যায়াম দেখে বাবা রামদেবের কথাই সবার আগে মনে পড়েছে নেট পাড়ার। একজন নেটিজেন মন্তব্য করেছেন, নির্ঘাত কাঠবেড়ালিটি বাবা রামদেবের পোষ্য।

https://twitter.com/susantananda3/status/1274532745369157633?s=19

https://twitter.com/CKMKBXi/status/1274535101511004160?s=19

প্রসঙ্গত, গতকাল ২১ জুন ছিল যোগ দিবস। ২০১৪ সালে ক্ষমতায় আসার পরে বিশ্বে যোগব্যায়াম জনপ্রিয় করার ক্ষেত্রে প্রধান ভূমিকা পালনকারী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দেশ বাসীর উদ্দ্যেশে বলেছেন “যোগ ঐক্যবদ্ধ করে, ভ্রাতৃত্ববোধ ছড়িয়ে দেয়”। ২০১৫ সাল থেকে আন্তর্জাতিক যোগ দিবসটি জাতিসংঘের মনোনয়ন পায়।

সম্পর্কিত খবর