‘বিজেপিকে ভোট দিলে…’, প্রকাশ্যে হুমকি তৃণমূল বিধায়কের! ভাইরাল ভিডিও

বাংলাহান্ট ডেস্ক : রাজ্যে চলতে থাকা একের পর এক অশান্তি এবং রাজনৈতিক চাপানউতোরকে ঘিরে বেশ কিছুটা অস্বস্তিতেই শাসকদল। এরই মধ্যে সোমবার বিধানসভায় ঘটে যাওয়া হাতাহাতির ঘটনাতেও তুঙ্গে রাজনৈতিক তরজা। এরই মধ্যে সামনে এল তৃণমূল বিধায়কের এক বিস্ফোরক মন্তব্যের ভিডিও ফুটেজ। ভিডিওটিতে পান্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীকে একের পর এক বিতর্কিত মন্তব্য করতে শোনা যায়। যদিও কবে কোথায় এই মন্তব্য করেছেন তিনি, তা অবশ্য জানা যায়নি৷ ভিডিওটির সত্যতা যাচাই করেনি বাংলা হান্ট।

একটি দলীয় সভায় দলের কর্মীদের চাঙ্গা করার উদ্দ্যেশ্যে বক্তব্য রাখতে দেখা যায় পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ককে। সেখানেই তিনি বলেন, ‘যারা কট্টর বিজেপি, যাদেরকে ঘোরানো যাবে না, তাদেরকে চমকাতে হবে। তাদের বলবেন, আপনি যদি ভোট দিতে যান তাহলে ধরে নেব আপনি বিজেপিকেই ভোট দিচ্ছেন। তারপর কী পরিণাম হবে সেটা আপনার দায়িত্ব।’ তিনি আরও বলেন, ‘আপনি যদি ভোট দিতে না যান, তাহলে ধরে নেব আপনি তৃণমূলের সমর্থক। তখন আপনার কোনও সমস্যা হবে না। আপনি চাকরি করুন। ব্যবসা করুন আমরা সঙ্গে আছি।’

   

তৃণমূল বিধায়কের এহেন মন্তব্যের ভিডিওটি ট্যুইট করেছেন বিজেপি আইটি সেল প্রধান তথা রাজ্যের সহ পর্যবেক্ষক অমিত মালব্য। সেই ট্যুইটে ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে তিনি লেখেন৷ ‘পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন চক্রবর্তী সরাসরি বিজেপি সমর্থক ও কর্মীদের হুমকি দিচ্ছেন, তাদের ভোট দিতে মানা করছেন। এই ধরনের অপরাধীদের জেলে থাকা উচিৎ, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এদের প্রশয় দিচ্ছেন। বিষয়টি নির্বাচন কমিশনের নজরে আনার চেষ্টা করছি।’ নরেন্দ্রনাথ চক্রবর্তীর বিরুদ্ধে এই মন্তব্যের প্রেক্ষিতে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন বিজেপির কর্মী সমর্থকরাও।

যদিও ভিডিওটির প্রেক্ষিতে উলটো সুর গেয়েছেন বিধায়ক। তাঁর দাবি ভিডিওটি পুরোনো। পঞ্চায়েত ভোটে কর্মীদের উজ্জীবিত করার জন্যই বলেছিলেন তিনি। তাঁর দাবি, ‘বিজেপি পুরোনো ভিডিও দেখিয়ে বাজার গরম করতে চাইছে। তৃণমূলের বদনাম করার জন্য এসব করা হচ্ছে।’

উল্লেখ্য, নরেন্দ্রনাথ চক্রবর্তীর বিধানসভা পাণ্ডবেশ্বর আসানসোল লোকসভা কেন্দ্রের অন্তর্গত। সামনেই আসানসোল লোকসভা কেন্দ্রে উপনির্বাচন। তার আগেই বিধায়কের এহেন মন্তব্য সামনে আসায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে এলাকায়। এর আগেও পুরভোটে তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোট এবং বুথ দখলের অভিযোগ এনেছিল বিরোধীরা। এবার খোদ বিধায়কের এই মন্তব্যের জেরে এই ইস্যুতেও আবার সরব তারা।

 

উল্লেখ্য, গতকালই পাণ্ডবেশ্বরের এক নিরাপত্তা কর্মীর বাড়ি থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। ডালুরবাঁধ ৮ নম্বর পিট এলাকার বাসিন্দা সঞ্জয় মোদী নামে ওই ব্যক্তির বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে প্রায় ৭০ রাউন্ড কার্তুজ ও ৬টি দেশি পাইপগান উদ্ধার করে ৷ যদিও তখন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীই অভিযোগ করেছিলেন যে ধৃত বিজেপি সমর্থক। সেই দাবি অবশ্য অস্বীকার করে গেরুয়া শিবির। সব মিলিয়ে যে আসানসোল লোকসভা উপনির্বাচনে আগে চড়চড়িয়ে চড়ছে রাজনৈতিক উত্তেজনার পারদ, তা বলাই বাহুল্য।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর