বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় ক্রিকেট দল এখন ট্রানজিশনের মধ্যে দিয়ে এগোচ্ছে। কিছুদিন আগেই সবরকম ফরম্যাট থেকে বিরাট কোহলির অধিনায়কত্বের মেয়াদ ফুরিয়েছে। রোহিত শর্মা ভারতের ওয়ান ডে ও টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক হয়েছেন। আগামী সপ্তাহে টেস্ট দলও পেতে পারে নতুন অধিনায়ক। তবে মনে হচ্ছে এই পরিবর্তনও দলে কিছু বাজে বিতর্ক তৈরি করে দিয়েছে। সচিনের একসময়ের সতীর্থ প্রাক্তন ক্রিকেটার বিনোদ কাম্বলি প্রকাশ্যে এমন একটি কথা বলেছেন যা সত্যি হলে সেটা ভারতীয় দলের পক্ষে খুব একটা ভালো ব্যাপার হবে না।
৯০ দশকের তারকা ক্রিকেটার বিনোদ কাম্বলি ভারতীয় দল নিয়ে নিজের কু অ্যাকাউন্টে একটি পোস্ট করেছেন। তিনি লিখেছেন, ‘আতা মাঞ্জি সাটকলি.. এই অহঙ্কারের দ্বন্দ্ব ভারতীয় ক্রিকেট দলের জন্য ভালো নয়। বিরাট এবং রোহিত উভয়ই ভারতীয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যা কিছু ঘটছে তা ভাল নয়।” বিনোদ কাম্বলি এই পোস্টের সাথে বিরাট কোহলি, রোহিত শর্মা এবং ভারতীয় দলকে ট্যাগ করেছেন।
ক্রিকেটপ্রেমীরা জানেন যে বিরাট কোহলি নিজে থেকে টি টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছেড়েছিলেন, কিন্তু তিনি ওয়ানডে এবং টেস্ট ম্যাচের অধিনায়ক থাকতে চেয়েছিলেন। কিন্তু বিসিসিআই দুই সাদা বলের ফরম্যাটে ভিন্ন অধিনায়ক না রাখতে চেয়ে তাকে ওয়ান ডে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়। এর কিছুদিন পর টেস্ট দলের অধিনায়কত্বও ছেড়ে দেন বিরাট।
ক্রিকেটপ্রেমীরাও জানেন যে বিরাট কোহলি এবং রোহিত শর্মার মধ্যে সম্পর্ক খারাপ হওয়ার অনেক খবর বেশ কিছুদিন ধরেই উঠে আসছে। বিরাট প্রকাশ্যে ক্যাপ্টেন হিসাবে এমন বিবৃতি দিয়েছিলেন, যা তার এবং বিসিসিআইয়ের মধ্যে সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলে দেয়। তবে, টি টোয়েন্টি বিশ্বকাপ সহ বেশ কয়েকটি অনুষ্ঠানে, যখনই রোহিত অফফর্মে ছিলেন, বিরাটকে তাকে রক্ষা করতে দেখা গেছে।