গোটা বলিউড থাকলেও পাত্তা নেই বিরাট-অনুষ্কার! সব ছেড়ে লন্ডনে কি করছেন তাঁরা?

Last Updated:

বাংলা হান্ট ডেস্ক: জুলাই মাস পড়তেই সারা মুম্বাই শহরজুড়ে একেবারে উৎসবের মেজাজ। আর হবে নাই বা কেন! আগামী ১২ জুলাই এশিয়ার  সবচেয়ে  বড় ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলের বিয়ে বলে কথা!বাকি আর মাত্র দু’দিন। তারপরেই চার হাত এক হতে চলেছে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের (Anant Ambani-Radhika Merchant)।

অনন্ত-রাধিকার বিয়েতে নেই বিরাট-অনুষ্কা (Virat-Anushka)

তার আগে ৩ জু-লাই থেকেই আম্বানিদের আলিশান বাড়ি অ্যান্টেলিয়াতে অনুষ্ঠিত হচ্ছে একের পর এক প্রাক বিবাহ অনুষ্ঠান। সোমবার ছিল গায়েহলুদের অনুষ্ঠান। তার আগে সঙ্গীতের অনুষ্ঠান। প্রায় সব ক’টি অনুষ্ঠানেই আম্বানিদের অন্দরমহলে ভিড় জমাচ্ছেন বলিউডের সব নামকরা সব সেলিব্রেটিরা।

তালিকায় রয়েছেন সলমন খান থেকে রণবীর কপূর, জাহ্নবী কপূর, শাহিদ কপূর, ভিকি কৌশল, অর্জুন কপূর থেকে শুরু ভারতীয় ক্রিকেট তারকা রোহিত শর্মা। কে নেই আম্বানিদের সেই রাজকীয় জলসায়! তবে অম্বানীদের একটি অনুষ্ঠানে এই বলিউড সেলিব্রিটিদের ভিড়ে একদিনও মুখ দেখাননি এক জনপ্রিয় তারকা দম্পতি (Virat-Anushka)। তাঁরা হলেন বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা (Virat-Anushka)।

আরও পড়ুন: এবার ১২ টা বাজবে ‘জব উই মেট’ সিনেমার! ‘তেঁতুলপাতা’র প্রোমো আসতেই চরম খিল্লি

সদ্য  টি-টোয়েন্টি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জিতে মুম্বাই ফিরেছিলেন বিরাট। তারপর সেদিনই আবার তিনি লন্ডনে ফিরে যান। সেখানেই স্ত্রী অনুষ্কা শর্মা এবং কন্যা ভামিকা ও ছেলে অকায়কের সাথে সময় কাটাচ্ছেন বিরাট।মুম্বাইয়ে অম্বানীদের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান ছেড়ে লন্ডনের ইস্কনে বসে কীর্তন শুনলেন বিরাট অনুষ্কা।

এদিন অনুষ্কার পরনে ছিল সাদা সালোয়ার-কামিজ। আর বিরাটের পরনে ছিল কালো টি-শার্ট। এদিন ইস্কন মন্দিরে আয়োজিত কীর্তনের আসরে ঢুকে পাশাপাশি রাখা চেয়ারে বসে বেশ অনেক ক্ষণ কীর্তন শুনতে দেখা যায়  বিরাট-অনুষ্কাকে। যদিও এদিন তাঁদের সাথে মেয়ে ভামিকা ও ছেলে অকায়ক ছিলেন না।

Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

X