সৌরভ গাঙ্গুলির কলঙ্কের রেকর্ড ভেঙে দিলেন বিরাট, স্টেডিয়ামে বসেই তার সাক্ষী হলেন দাদা

বাংলা হান্ট ডেস্কঃ গতকাল আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং ইংল্যান্ড। সেই ম্যাচ দেখতে স্টেডিয়ামে উপস্থিত হয়েছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক তথা বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী। দীর্ঘদিন পর ভারতের ম্যাচ দেখতে স্টেডিয়ামে এসেছিলেন সৌরভ গাঙ্গুলি। তবে ভারতের হার দেখতে হল সৌরভ গাঙ্গুলীকে। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে আট উইকেটে হারতে হয়েছে ভারতকে। আর সেটা স্টেডিয়ামে বসেই দেখলেন সৌরভ গাঙ্গুলি।

সেই সঙ্গে সৌরভ গাঙ্গলি দেখলেন ভারত অধিনায়ক হিসেবে এতদিন পর্যন্ত যে রেকর্ড নিয়ে ঘুরছিলেন তিনি সেই রেকর্ড এবার থেকে বর্তমান ভারত অধিনায়ক বিরাট কোহলির ঝুলিতে। আমেদাবাদে ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজের শেষ টেস্ট ম্যাচের শূন্য রানে আউট হতে হয়েছিল বিরাট কোহলিকে। সেই সঙ্গে তিনি টেস্টে অষ্টমবার শূন্য রানে আউট হয়ে ছুঁয়ে ফেলেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে।

sourav virat

গতকাল ভারত ও ইংল্যান্ডের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে শূন্য রানে আউট হন বিরাট কোহলি। আর এই নিয়ে ক্রিকেটের সব ফরম্যাটে মিলিয়ে 14 বার শূন্য রানে আউট হয়ে বিরাট টপকে গেলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলীকে। এতদিন পর্যন্ত ক্রিকেটের সব ফরম্যাট মিলিয়ে 13 বার শূন্য রানে আউট হওয়ার কলঙ্কের রেকর্ড ছিল সৌরভ গাঙ্গুলী ঝুলিতে। অধিনায়ক হিসেবে 14 বার শূন্য রানে আউট হয়ে সৌরভ গাঙ্গুলীর কাছ থেকে সেই রেকর্ড ছিনিয়ে নিলেন বিরাট কোহলি।


Udayan Biswas

সম্পর্কিত খবর