পাকিস্তানকে লজ্জার হাত থেকে বাঁচালেন কোহলি! বিশ্বকাপে এমন অদ্ভুত কান্ড হয়েছে মাত্র ৩ টি ম্যাচে

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আজ বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলির (Virat Kohli) জন্মদিন। আর এই বিশেষ দিনে কলকাতার (Kolkata) ইডেন গার্ডেন্স (Eden Gardens) স্টেডিয়ামে তাকে ভারতীয় দলের (Indian Cricket Team) জার্সিতে মাঠে নামতে হয়েছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (India vs South Africa) বিশ্বকাপের (2023 ODI World Cup) ম্যাচ খেলতে। আর অসাধারণ শতরান করে ওডিআই ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ শতরানের মালিক হয়ে গেলেন তিনি নিজের ৪৯ তম শতরান তুলে নিয়ে।

এর আগে কেবলমাত্র সচিন টেন্ডুলকার এই কাজটা করে দেখাতে পেরেছিলেন। আজকের সেঞ্চুরিটি বিরাট কোহলির কাছে আরও বিশেষ। কারণ বিশ্বকাপের মঞ্চে এর আগে কোনও ভারতীয় ক্রিকেটার নিজের জন্মদিনের দিন শতরান করতে পারেননি বা করার সুযোগ পাননি। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে নিজের জন্মদিনে শতরান করলেন কোহলি।

kohli 49th ton

এর আগে মাত্র দুই ক্রিকেটার নিজেদের জন্মদিনে ওডিআই বিশ্বকাপে শতরান করতে পেরেছিলেন। এর মধ্যে একজন হলেন নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটের রস টেইলর। ২০১১ সালের ওডিআই বিশ্বকাপে ভারতের মাটিতেই নিজের জন্মদিনের দিন শত রান করেছিলেন তিনি। অপরজন হলেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার মিচেল মার্শ। চলতি বিশ্বকাপেই নিজের জন্মদিনে একটি দুরন্ত শতবার করে জন্মদিন স্মরণীয় করে রেখেছিলেন অজি তারকা।

আরও পড়ুন: বাকিদের সঙ্গে নয়, নিজেদের মধ্যেই প্রতিযোগিতায় নেমেছেন শামি, বুমরা, জাদেজারা! সবচেয়ে এগিয়ে কে?

বিরাট কোহলি এবার বিশ্ব ক্রিকেটের ইতিহাসে তৃতীয় এমন ক্রিকেটার হয়ে গিয়েছেন যিনি বিশ্বকাপে নিজেদের জন্মদিনের দিন শতরান করতে পেরেছেন। মজার ব্যাপার হল এর আগে রস টেইলার এবং মিচেল মার্শ, দুজনেই জন্মদিনের দিন শতরানটি করেছিলেন পাকিস্তানের বিরুদ্ধে।

আরও পড়ুন: নিঃস্বার্থ ব্যাটিং করে ফের হাফসেঞ্চুরি হাতছাড়া রোহিতের! তবে ধোনিকে টপকে গেলেন হিটম্যান

বিরাট কোহলি প্রথম এমন ক্রিকেটের যিনি বিশ্বকাপে নিজের জন্মদিনের দিনে পাকিস্তান ছাড়া অন্য কোন প্রতিপক্ষের বিরুদ্ধে শতরান করতে পেরেছেন। এর আগে এই কলঙ্ক শুধুমাত্র বহন করছিল পাকিস্তান ক্রিকেট দল। একক ভাবে তাদের সেই কলঙ্ক বহন করার হাত থেকে আজ বাঁচিয়ে দিয়েছেন ভারতের মহাতারকা।

 

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর