বিশ্বের এই আট তারকা ক্রিকেটারের ভক্ত শাহিদ আফ্রিদি, তালিকায় রয়েছেন এক ভারতীয়ও

বাংলা হান্ট নিউজ ডেস্ক: পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক শাহীদ আফ্রিদি বিশ্বের ৮ জন বড় ক্রিকেটারের বড় ভক্ত। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বিশ্বের এই ৮ জন দুর্দান্ত ক্রিকেটারের মধ্যে একজন ভারতীয়ও রয়েছেন যিনি আফ্রিদির খুব প্রিয় ক্রিকেটার। আফ্রিদি নিজেও একজন আগ্রাসী ক্রিকেটার ছিলেন, যার নামের পাশে আন্তর্জাতিক ক্রিকেটে মোট ৪৭৬টি ছক্কা মারার রেকর্ড রয়েছে। পরে যদিও ক্রিস গেইল (৫৫৩ ছক্কা) সেই আন্তর্জাতিক ছক্কার রেকর্ড ভেঙে দেন, ফলে এখন দ্বিতীয় সর্বোচ্চ ছক্কার মালিক আফ্রিদি।

শাহীদ আফ্রিদি পাকিস্তান সহ গোটা বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্রিকেটার। সম্প্রতি প্রাক্তন তারকা অলরাউন্ডার তার একটি পডকাস্টে দেওয়া বিবৃতিতে ৮ জন ক্রিকেটারের নাম নিয়েছেন যাদের খেলা তিনি দেখতে পছন্দ করেন। এই ৮ জন ক্রিকেটারের মধ্যে ৪ জনই হলেন পাকিস্তানের। ভারত থেকে, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার ১ জন ক্রিকেটার এবং নিজের দেশের চারজন ক্রিকেটার আফ্রিদির এই তালিকায় রয়েছেন।

   

kohli babar

তালিকার বেশিরভাগ ক্রিকেটারই বর্তমান প্রজন্মের। তাদের বর্ণনা করতে গিয়ে শহীদ আফ্রিদি বলেন, ‘আমি পাকিস্তানের বাবর আজম ও ফকর জামানের ব্যাটিং দেখতে ভালোবাসি। ভবিষ্যতে পাকিস্তানকে আরও ভালো জায়গায় নিয়ে যাওয়ার ক্ষমতা আছে তাদের। বর্তমান ক্রিকেটারদের আমার ভালোই লাগে। আমি ভারতের বিরাট কোহলির খেলাও পছন্দ করি, বিরাটের ধারাবাহিকতা আশ্চর্যজনক। তিনি তার দলের হয়ে ধারাবাহিকভাবে পারফরম্যান্স করেন। ব্রায়ান লারা, গ্লেন ম্যাকগ্রা এবং এবি ডি ভিলিয়ার্স এমন নাম যাদের খেলা আমি খুব পছন্দ করতাম। এশিয়ার বাইরে এই বিদেশী খেলোয়াড়রাই আমার পছন্দের।

আফ্রিদির পছন্দের ক্রিকেটারদের তালিকা:
• ইনজামাম-উল-হক (পাকিস্তান)
• সাইদ আনোয়ার (পাকিস্তান)
• বাবর আজম (পাকিস্তান)
• ফখর জামান (পাকিস্তান)
• বিরাট কোহলি (ভারত)
• ব্রায়ান লারা (ওয়েস্ট ইন্ডিজ)
• গ্লেন ম্যাকগ্রা (অস্ট্রেলিয়া)
• এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা)

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর