যা করতে পারেননি বিরাট-রোহিত, তা ২২ বছরেই করে দেখালেন এই ক্রিকেটার! গড়লেন বিশ্ব রেকর্ড

বাংলা হান্ট নিউজ ডেস্ক: বিরাট কোহলি এবং রোহিত শর্মা তাদের ব্যাটিংয়ের জন্য গোটা বিশ্বে বিখ্যাত। ঘরোয়া ক্রিকেট থেকে শুরু করে আন্তর্জাতিক ক্রিকেট, দুই জায়গাতেই একাধিক এমন কীর্তি গড়েছেন তারা যা অন্য কেউ ভাবতেও পারেন না। কিন্তু এই দুই ব্যাটার তাদের পুরো জীবনে যা করতে পারেননি সেটাই করে দেখালেন বিহারের এক তরুণ ক্রিকেটার। নিজের অভিষেক ম্যাচেই নিজের ব্যাটিং দিয়ে সবার মন জয় করেছেন এই ক্রিকেটার।

ঘরোয়া ক্রিকেটে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন বিহারের তরুণ ক্রিকেটার সাকিবুল গনি। প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেকে ত্রিশতরান করা প্রথম ক্রিকেটার হয়েছেন তিনি। মিজোরামের বিরুদ্ধে রঞ্জি ট্রফিতে বিহারের হয়ে খেলা সাকিবুল ঘানি ৪০৫ বলে ৩৪১ রান করেছেন। প্রথমে একটু ধৈর্য্য ধরে খেললেও পরে আক্রমণাত্মক ব্যাটিং করেছেন বিহারের এই ক্রিকেটার।

Sakibul Gani

বিহারের হয়ে খেলা, সাকিবুল গনি মিজোরামের বিরুদ্ধে বাবুল কুমারের সাথে ৫৫৭ রানের জুটি গড়েছিলেন। কলকাতার যাদবপুর ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত রঞ্জি ট্রফির গ্রূপপর্বের এই ম্যাচে বিহার ৬০০ রান করে। বিশ্বক্রিকেটে শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনে প্রথম-শ্রেণীর ক্রিকেটে সবচেয়ে বড় রানের জুটির রেকর্ড গড়েছেন। দুজনেই ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৬২৪ রান যোগ করেছিলেন। এই দুজনের দুর্দান্ত ব্যাটিং মিজোরামের বোলারদের অবস্থা খারাপ করে দিয়েছিল। এই দুই ব্যাটসম্যান চতুর্থ উইকেটে রঞ্জি ট্রফির ইতিহাসে সবচেয়ে বড় রানের জুটি গড়েছে।

ভারতের প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকে সর্বোচ্চ রানের তালিকা:
৩৪১ সাকিবুল গনি (২০২২)
২৬৭* অজয় ​​রোহেরা (২০১৮)
২৬০ অমল মুজুমদার (১৯৯৪)
২৫৬ ওয়াহির শাহ (২০১৭)
২৪০ এরিক মার্কস (১৯২০)

Reetabrata Deb

সম্পর্কিত খবর